পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল-নারায়ণ দেব—১৩শ শতাব্দী। S&S নেত (১) ছিড়িয়া বিপুল জালাইল বাতি। ঘর বিচারিয়া (২) বিপুল দেখিলেক মুরতি॥ নেহালিয়া বিপুল চাহে লখীন্ধর। কান্দে রে সুন্দরী বিপুল বলি প্রাণেশ্বর॥ কোকিলের ধ্বনি যেন বিপুল-ক্রন্দন। শুনিতে উপজে দুঃখ শুনে যেই জন॥ কোন দোযে প্রভু মোরে হৈলা আদর্শন। বেহুলার বিলাপ। তুমি বিনে আমার জীবন অকারণ॥ কোপে নিদ্রা যায় প্রভু কোন দোষ দিয়া। বারেক উত্তর দেয় অভাগী চাহিয়া॥ জিজ্ঞাসিতে উত্তর না পাইলা যে কারণ। সে কারণে নিদ্রা যায় হইয়া ক্রোধ-মন ৷ হাসি হাসি দেয় মোরে অঙ্গে আলিঙ্গন। তবে সে যুড়াএ প্রভু অভাগীর প্রাণ৷ বিশুদ্ধ কাঞ্চন যেন শরীরের জ্যোতিঃ। অকালেত রাড়ী হৈলুম শুন প্রাণপতি॥ তোমারে দেখিয়া প্রভূ ইরূপ যৌবন। বিবাহ দেখিতে আইলেন যত দেবগণ ৷ দশদিগ প্রকাশিত তোমার রূপ তেজে। গন্ধর্ব্ব বিদ্যাধর পলাইল তা দেখিয়া লাজে॥ অমৃত সমান প্রভূ রে তোমার মুখের বাণী। পুনরপি না শুনিলুম মুই অভাগিনী। হাতের শঙ্খ ভাঙ্গিমু কঙ্কণ করিমুচুর। মুছিয়া ফেলিমু আমি সীথির সিন্দুর॥ এহেন সুন্দর রূপ প্রভূ রে প্রকাশিত রজনী। চন্দ্র স্বর্য্য জিনিয়া রূপ প্রভু হরিল নাগিনী॥ চাপার কলিকা সম প্রভূ রে তোমার কোমল অঙ্গুলি। তুমি আমার প্রভূ রে অভাগী বেহুলা ডাকে চাহ চক্ষু মেলি ৷ উঠ উঠ প্রভু তুমি না দেয় কেনে উত্তর। অভাগীরে দৃষ্টি কর সুন্দর কমল। আমার হস্তে অন্ন থাইতে আছিল মন। লজ্জার কারণে প্রভু ন কৈলাম রন্ধন॥ (১) বস্ত্র। (২) খুজিয়া।