পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>b一8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। অসতী নাম হৈব লোকেত প্রচার। কি কারণে জীমু মুঞি রাখিয়া থাখার (১)। গোত্র জ্ঞাতি যত আছে চম্পক নগর। ওয়ার (২) জিজ্ঞাসিলে আমি কি দিব উত্তর॥ আমার জীয়ন ভাই মরণ সমান। পুনরপি এহি বাক্য না বলিহ আন॥ বিপুল শুনি হেন নিঠুর বচন। করুণ ভাবিয়া সাধু করএ ক্রন্দন॥ কান্দে নারায়ণ সাধু বিপুলার দিগে চাহিয়া। প্রাণ না সহে তোহ্মা যাইতে এড়িয়া॥ অবুদ্ধিয়া সদাগর বুদ্ধি নাহি চিতে। জীয়ন্ত ভাসাইয়া দিল মরার সহিতে॥ অসম সাহস ভৈন কৈলা কি কারণ। দিব্যপুরে যাইবা হেন অশক্য কথন। বিষম সাগর ঢেউ তোলে পাড় করে। জলেতে পড়িলে খাইব মৎস্ত আর মকরে॥ কি কথা কহিমু গিয়া উজানী নগর। মায় জিজ্ঞাসিলে মুঞি কি দিমু উত্তর। বিপুল রাখিতে সাধু করএ যতন। নারায়ণ দেবে কহে মনসাঁ-চরণ॥ রাখিতে যে নারি করি বিস্তর বিনতি। সাহসে জীয়াইমু প্রাণ এহি মোর পতি॥ ক্ষমা দিয়া নারায়ণ যায় বিদায় করি॥ বিপুলাক বোলে ভাই কোন চিন্তা নাই। পুনরপি আসিবাম (৩) প্রভুক জীয়াই। ভাইক বিদায় করি বিপুল সুন্দরী। ছাড়াইয়া যায় বিপুল চিত্ত স্থির করি॥ নক্ষত্র সঞ্চার যেন ভূরার চলন। সমুখে ব্যান্ত্রর বঁাকে দিল দরশন। (১) কলঙ্ক। (২) উহারা। (৩) আসিব।