>bペッ বঙ্গ-সাহিত্য-পরিচয়। শিবের নৃত্য। নাচেরে ভোলানাথ আপনে বিভোর। জগতমোহন শিবের দাস। সঙ্গে নাচে শিবের ভূত পিশাচ॥ রঙ্গে নেহালিল (১) গৌরীর মুখ। নাচে গঙ্গাধর মনের কৌতুক॥ হাসিতে খেলিতে চলিতে রঙ্গ। নন্দী মহাকাল বাজায় মৃদঙ্গ॥ শিবাই নাচেরে মুখেতে গীত গাহে। হাততালি দিয়া কিঙ্করে গীত গাহে॥ বিকট দশনে ভ্রুকুটি ভাল সাজে। ডুমু ডুমু বলিয়া ডস্তুর বাজে। মরেছিল চণ্ডিকা জীল আর বার। ডাকিনী যোগিনী দিল জয় জোকার (২)॥ কার্ত্তিক গণপতি দাড়াইয়া কাছে। গৌরীমুখ নেহালিয়া ত্রিলোচন নাচে॥ দেখিয়া কৌতুক দেব-সমাজে। পুষ্প বরিষণ করে ধুমধুমি বাজে। পদ্মার চরিত্র চিন্তয়ে মনে মন। প্রণতি স্তুতি করে সকল দেবগণ॥ ডাহিনে গৌরী বামে পদ্মাবতী। হাসিয়ে চলিল ঘরে দেব পশুপতি॥ বৈদ্য বিজয় গুপ্তে সরস গায়। মনসাদেবীর ( পদ্মার ) বেশ-সজ্জা। কহিতে না পারি পদ্মার যত করে বেশ। ধূপের ধোয়া দিয়ারে বাসিত (৩) করে কেশ ৷ সুবর্ণের কর্ণফুল কর্ণে আনি দিল। নাকেতে বেশর দিল করে ছলছল॥ গলায় হার দিল সুবর্ণের পাতি। মধ্যে মধ্যে মণি মুক্ত লাগাইয়াছে তথি॥ _(১) নিরীক্ষণ করিল। (২) জয় জয়কার=হুলুদান। (৩) সুবাসিত।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩০৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।