>b-b বঙ্গ-সাহিত্য-পরিচয়। মণি না থাকিলে যেন মরা সর্প। শ্রীভ্রষ্ট হইয়া ইন্দ্রের চুর হৈল দর্প। পরাক্রম চুর হৈল যত দেবগণ। দৈত্যগণ সাজিয়া আসে করিবারে রণ॥ চণ্ডীর নিকট মনসাদেবীর কৃপা-ভিক্ষা। জনম-দুঃখিনী আমি দুঃখে গেল কাল। যেই ডাল ধরি আমি ভাঙ্গে সেই ডাল ৷ শীতল ভাবিয়া যদি পাষাণ লই কোলে। পাষাণ আগুন হয় মোর কর্ম্ম-ফলে ৷ কারে কি বলিব মোর নিজ কর্ম্ম-ফল। দেবকন্ত হৈয়া স্বর্গে না হইল স্থল। ডাকিবার লক্ষ্য নাই শুনগো জননি। বিধাতা করিল মোরে জনম-দুঃখিনী॥ আপন দুঃখের কথা কহিনু সকল। তোমার কিছু দোষ নাই মোর কর্ম্ম-ফল ৷ অযোনিসম্ভব হয়্যে জন্মিছি সুন্দর। ত্রিভুবন মধ্যে মাগো তোমার উদর॥ কোলের বালিকা হয়্যে বুঝাই তোমারে। তোমার উদর ছাড়া কে জন্মিতে পারে॥ জগত ঈশ্বরী তুমি দেবী মহামায়া। তবে কেন মোর প্রতি হইলা নিদয়া॥ মায়ে ঝিয়ে বিসম্বাদ কেবা নাহি করে। ক্রোধ সম্বরিয়া মাগো মারহ আমারে॥ কাকুতি করিয়া পদ্মা গৌরীর স্থানে কয়। ফিরিয়া না চাহে চণ্ডী দারুণ হৃদয়॥ বিশেষ বুঝিলাম মাগো তোমার মনের আশ। বিদায় লইয়া মাগো যাই বনবাস॥ শিবপুরী থাক তুমি আমি যাই বন। তোমার নাহিক দোষ কপালের লিখন॥ প্রণাম করিয়া পদ্মা চলে ধীরে ধীর॥ শিব ঠাঞি শুনি তুমি দয়াল প্রচুর। এবে সে বুঝিলাম তব দয়া কত দূর॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩১০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।