న రి রাখালগণের বিক্রম। বঙ্গ-সাহিত্য-পরিচয়। কাছ খুলিয়া মোল্লা ফরমায় অনেক। জপ সঙ্গে করি মোল্ল মারয়ে মোরগ ৷ প্রভাত সময় হইলে হাতুলী কর্ম্মে যাই। ঝড় বৃষ্টি হইলে বড় রহিতে নাঞি ঠাঞি॥ গঙ্গাতীর কুল দিয়া লাফে লাফে যায়। ঝড় বরিষায় তারে পথে লাগল পায়॥ ঝড় বরিষণে মোল্লা হইল কাতর। চারিদিক চাহিয়া দেখে বন-মধ্যে ঘর॥ পরম আনন্দে তথা ছায়া (১) লইতে গেলা। ঘর খান ভরিয়া দেখে রাখালের মেলা॥ স্বভাবে রাখালজাতি মনে বড় রঙ্গ। ঢাক ঢোল বাজায় কেহ বাজায় মৃদঙ্গ॥ ঘর মধ্যে ঘটগোটা (২) সারি সারি সাজে। তাহা দেখি মোল্লা বেটার বুকে বড় বাজে। কাজির প্রতাপে বেটার বড় অহঙ্কার। খোদা খোদা বলি যায় ঘট ভাঙ্গিবার॥ ধর ধর বলিয়া সব রাখালে খেদায়। প্রাণ লইয়া কেহ কেহ লড়াইয়া পলায়॥ দূরে থাকিয়া কেহ মেলিয়া মারে ঢেলা ৷ কেহ বলে কোন প্রাণে ঘরে ঢোক শলা॥ চারিদিক বেড়িয়া ধূপের ধোয়া ধরে। তোবা তোবা বলিয়া মোল্লা খোদা খোদা স্মরে॥ চোপড় চাপড় মারে আর ঘাড়কাতা। পরিত্রাহি ডাকে মোল্লা হেট করে মাথা॥ যাত্রাবর বলে আমি এই বুঝি তত্ত্ব। এড়িয়া দিব যদি নাকে দেও খত॥ মুছাপের (৩) দিব্য কর মাথায় দিয়া হাত। এই সব কথা না কহিবা কাজির সাক্ষাৎ॥ আপনার মুখেতে করহ হিন্দুয়ান। আমি এই খত করি সবার বিদ্যমান॥ কাজি বলে ঠাকুর আমি এই মাত্র বুঝি। - পাও দিয়া দেও খত নাক দিয়া মুছি। (১) আশ্রয়। (২) মনসাদেবীর ঘট। গোটা=গুলি। অতিথি।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩১২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।