পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসামঙ্গল—বিজয় গুপ্ত—খ্রঃ ১৫শ শতাব্দী ৷ Sసిసి চাদের ছয় পুত্রের মৃত্যুর পূর্বে তাহাদের স্ত্রীগণের দুঃস্বপ্ন। হেনমতে নানা বেশে আছে ছন্ন ভাই। ছয় পুত্রবধু গেল শ্বাশুড়ীর ঠাঞি॥ এককালে ছয় বধূ কহে স্বপন কথা। কাদিতে কাদিতে কহে মনে পাইয়া ব্যথা॥ বধুগণে বলে মাত শুনহ বচন। রাত্রিশেষে মোরা আজি দেখিলাম স্বপন॥ কালবর্ণ পুরুষ এক হাতে দীর্ঘ কুড়ি। তামার শলা হেন চুল দেখি গোপ দাড়ি। পরিধান বস্ত্র নাই বিপরীত অঙ্গ। বিপরীত বেশ তাহার হাতে লোহার সাঙ্গ (১)॥ সর্ব্ব গায় লোমাবলী অতি স্থূলকায়। ছয় ভাইরে বান্ধিয়া দক্ষিণে লইয়া যায়॥ তাহা সভার প্রহার দেখিয়া কাদি আমি। মাথায় সিন্দুর খসিয়া পড়ে ভূমি। খসিয়া পড়িল হাতের সুবর্ণের চুড়ি। দুই বাউ শঙ্খ মোর ভাঙ্গিয়া হলো গুড়ি॥ বিধবা ব্রাহ্মণ এক বিকৃত নখদন্তে। ধরিয়া বাহির মোরে করে ঘর হৈতে॥ আচম্বিতে হেন স্বপ্ন দেখিলাম বিকট। মনে বড় ভয় বাসি বড়ই সঙ্কট॥ এক নহে দুই নহে বধূ ছয় জনে। এককালে হেন স্বপ্ন কহিল বেহানে॥ স্বপ্ন শুনি সোণেকার স্থির নহে মন। বধূগণের তরে তবে কহিলা বচন। সোণেকা বলে বধু সব স্থির কর মন। তোমা সবার শক্র দিয়া ফলিবে স্বপন॥ দেখিলে আপন দিয়া স্বপ্ন পরে ফলে। অন্য ঠাঞি না কহিয় ঘরে যায় চলে। (১) দণ্ড।