পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনস-মঙ্গল—বিজয় গুপ্ত –প্লুঃ ১৫শ শতাব্দী ২০১ তার পাছে বাওয়াইল ডিঙ্গা নামে বিজুসিজু। গাঙ্গের দুই কুল ভাঙ্গিয়ে বেকা করে উজু (১) তার পাছে বাওয়াইল ডিঙ্গা নামে গুয়ারের্থী। যার উপরে চড়িয়া রাবণের লঙ্কা দেখি ৷ তার পাছে বাওয়াইল ডিঙ্গা ভাড়ার পাটুয়া। যেই নায় উঠাইয়া লৈল তামিলের নাটুয়া॥ তার পাছে বাওয়াইল ডিঙ্গা নামে শঙ্খচুর। _ সমুদ্রের দুই কুল ভাঙ্গে পাতালে ঠেকে মুড় (২)। তার পাছে বাওয়াইল ডিঙ্গ অজয় শেলপাট। যাহার উপরে মিলিয়াছে শ্রীফলার হাট ৷ তার পাছে বাওয়াইল ডিঙ্গা নামে উদয়-তারা। অনেক নায় ঝড় বৃষ্টি অনেক নায় খরা। (৩) তার পাছে বাওয়াইল ডিঙ্গা নামে টিয়াইটী। যেই নাএ ভরে সাধু পাট আর ভুটি। তার পাছে বাওয়াইল নৌকা নামে ধবল। বাকে বাকে খায় সে শতেক ছাগল॥ (৪) তার পাছে বাওয়াইল ডিঙ্গা নামে কেদার। বিনে ধূপ দীপে কুলে নহে আগুসার। (৫) তার পাছে বাওয়াইল নৌকা নামে পক্ষি-রাজ। যে নাএর উপরে আছে অনেক বৃক্ষ-রাজ॥ তার পাছে বাওয়াইল নৌকা নামে ভীমাক্ষ। যেই নাএ ভরিয়া লৈল শঙ্খ চোঁদ লক্ষ॥ তার পাছে বাওয়াইল নৌকা নামে শঙ্খতালি। চন্দন কাষ্ঠে তার গুড়া আর ডালি ৷ (১) উজু =সোজা। নদীর দুই দিকে যেখানে খোচ থাকে, ডিঙ্গ তাহা ভাঙ্গিয়া ফেলিয়া সোজা করিয়া চলিয়া যায়। (২) নিম্নভাগ। (৩) ডিঙ্গা এত দীর্ঘ যে তাহার কোন অংশে রৌদ্র কোন অংশে বৃষ্টি যুগপৎ দৃষ্ট হইত। (৪) অতি দীর্ঘত্ব নিবন্ধন নদীর প্রত্যেক বাকে ডিঙ্গা ঠেকিয়া পড়িত, তখন ১০০ ছাগল বলি দিলে ডিঙ্গ আবার চলিত। (৫) ধূপ দীপ দ্বারা পূজা বা সম্বৰ্দ্ধনা না করিলে ডিঙ্গাকে কুলে ভিড়াইতে পারা যাইত না। هم چ