পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩২৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—বিজয় গুপ্ত—খ্রঃ ১৫শ শতাব্দী। Rరి లి শীঘ্র করি কার্য্যে মন দেয়গো তোমরা। দুই প্রহরের মধ্যে বাসর করিব সারা॥ সুন্দর লোহার ঘর তাহে ঘাট পাট। এক ভিতে দ্বার থুইয়া লগাও কপাট। কুলুপ কপাট চাপিয় এক ভায়। বায়ু না সঞ্চারে যেন পিপীড়া না যায়। সকল কামারে মিলি ঝাটে কর তাড়া। দুই প্রহরের মধ্যে ঘর হৈতে চাহে সারা॥ আবাসের বাহিরে আছে ঠাঞি স্বতন্তর। সেই খানে গড় গিয়া লোহার বাসর। চাদর আগে তারাপতি হাত ষোড়ে কয়। পণ্ডিত সুন্দর তুমি অতি শুদ্ধ কায়॥ তোমার আজ্ঞা লজিতে প্রাণে বাসি ডর। সকলে গঠিয়া দিব লোহার বাসর। সকল কামারে মিলি করিলেক ধ্যান। বাসর-ঘর নির্ম্মাণ। বিশ্বকর্ম্ম স্মরি সভে পাতিল দোকান ৷ গাবর (১) পাইক (২) লইয়া যায় হাজার হাজার। ভাণ্ডার হইতে লোহা নেয় গোলার অঙ্গার॥ বিনায় হইয়া কর্ম্মকার চলে আথে বাথে। ৯ ঘরের স্থান ভাও (৩) গিয়া করে ভাল মতে॥ “ সকল পাইক লৈয়া একত্র করিল মেলা। ভাণ্ডার হৈতে আনে লোহা অঙ্গারের ছাল॥ পর্ব্বত প্রমাণ লোহা খুইল রাশি রাশি। দোকানের অগ্নি দেখি বড় ভয় বাসি। কেহ লোহা পোড়া দেয় কেহ তায় হাতি। আগুনে পুড়িয়া লোহা করিলেক পাতি॥ অগ্নি হেন জলে লোহা দেখি লাগে ভয়। প্রভাত কালেতে যেন হুর্য্যের উদয়॥ অতি তপ্ত হৈল লোহা অগ্নির সমান। দোহাতিয়া বাড়ী দিয়া করে থান থান॥ (১) জেলে। (২) মজুর =কুলী। (৩) নির্দেশ, বিচাৰপূর্ব্বক অবধারণ।