মনসামঙ্গল—দ্বিজ বংশীবদন–১৬শ শতাব্দী। S్చ) ) অষ্টবক্র। অষ্টাবক্র নাম মুনি অঙ্গিরার পুত্র। অষ্ট অঙ্গ বাকা তার কাধে যজ্ঞস্থত্র। বাকা কাকালি গলা বাকা হাত পাও ৷ নাক মুখ চক্ষু বাকা বাকা কাড়ে রাও ৷ খঞ্জিয়া খঞ্জিয়া (১) আসি কার্ত্তিকের আগে। লড়ি ভরে উভী (২) হৈয়া কহিবারে লাগে। কি চাস পার্ব্বতীপুত্র ক আমার ঠাই। মো সবার আগে তোর এতেক বড়াই॥ বাপ তোর ভাঙ্গর সে স্বভাবে ভিকারী। মাথায় বহিয়া ফিরে আপনার নারী। (৩) কপালী কারণে দক্ষ যজ্ঞে কৈল হেলা। (৪) দক্ষ শাপে শ্মশানেত প্রেত লৈয়া ধুলা। কালির পোলা (৫) তুঞি জন্ম শরবনে। মো সবার বলাবল তোর বাপে জানে॥ কার্ত্তিকের পাছে দেখি জয়ন্ত কুমার। কোপ করি মহামুনি লাগে বলিবার। তোর বাপে হরেছিল বশিষ্ঠের নারী। মুনি-শাপে কুষ্ঠ হৈল সর্ব্ব অঙ্গ ভরি॥ আরবার দুর্ব্বাস করিল লক্ষ্মী নাশ। হেন মুনি আগে আইস মরিবার আশ ৷ হাত পাও বাকা দেখি অপজ্ঞান (৬) মনে। সর্ব্ব দেব বিনাশিব ইন্দ্র আদি সনে॥ এত শুনি জয়ন্ত উঠিয়া দিল লড়। কার্ত্তিক হইলা সব দেবের আওড়। (৭) (১) খোড়াইয়া খোড়াইয়া। (২) উপুড় হইয়া। (৩) গঙ্গাদেবী শিবের জটায় অবস্থান করেন। (৪) নরকপাল তাহার আদরের বস্তু, এই জন্য দক্ষ-যজ্ঞে তাহার নিমন্ত্রণ হয় নাই। (৫) পুত্র। (৬) অবজ্ঞা। (৭) আওড়= অঁাড়। কার্ত্তিক দেবতাদিগের আঁড়ালে লুকাইলেন।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৩৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।