*>ミ বাগানের আয়তন। বৃক্ষসমূহের নাম। বঙ্গ-সাহিত্য-পরিচয়। চাদ সদাগরের গুয়াবাড়ী নির্ম্মাণ। কত দিনে সদাগর মনেত ভাবিয়া। সভা করি বসিলেক পাত্র মিত্র লৈয়া॥ সকলেরে সম্বোধিয়া বলে অধিকারী। সবে যদি বলহ বাগান তবে করি॥ ভাল ভাল করি বলে শুভাই পণ্ডিত। রাজা তুমি বাগানত করণ উচিত। শুভক্ষণে লগ্ন কৈল আনি বিপ্রগণ। বাড়ীর উত্তর অংশে কৈল ভদ্রাসন॥ দীঘে পাশে আরোপিয়া যোজনেক যুড়ি। পুরীর উত্তরেত কৈল বাগান বাড়ী। গড়খাই করিলেক দুলঙ্গ (১) রোপিয়া। ঝোপে ঝোপে বঁাশ রোয়ে পাগার ভরিয়া॥ বাহিরেত লাগায় কদম্ব সারি সারি। তেঁতুল চালিত রোয়ে ভরিয়া উয়ারি (২)৷ বাড়ীর ভিতরে পুনঃ দিয়া গড়খাই। কলা লাগাইল যত লেখা যোখা নাই॥ চারিদিগে গড় করি সিজে মান্দারে। দুর্গম করিল কেহ লঙ্ঘিতে না পারে। তার মধ্যে লাগাইল নানা মিষ্ট ফল। রোপিল তমাল তাল শাল সরল ৷ লাগাইল দাড়িম্ব কঁঠাল আম বেল। জামীর লেবু লাগায় গুয়া নারিকেল। লাগায় ডেফল (৩) গাব তার অবশেষে। রোপিল খাজুর বৃক্ষ তার চারি পাশে॥ তার পাছে খরমুজ বদরী শ্রীফল। ভুবী গৈয়ব আদি লাগয় সকল। নারাঙ্গ কমলা রোয়ে সোলঙ্গ শাকর। মিঠা জাজী নানা কল লাগায় বিস্তর॥ (১) ভুলঙ্গ = দুর্লঙ্ঘ্য; এস্থলে অলঙ্ঘনীয় বৃক্ষ-বিশেষ। (২) বৃক্ষণদি রোপণের আইল। (৩) আয় ফল-বিশেষ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৩৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।