ミ>や হাসনের যুদ্ধ-সজ্জা। (১) আসানড়ি =যষ্টি-বিশেষ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। বিলাতে আমি যাইতে তাহারে দেখিলু পথে মনে মোর হইলেক গোসা। ভাঙ্গিবারে ঘট বারি দিলে বড় পাঞ্জা করি হাতেত তুলিয়া লৈলু আসা (১)॥ সে আসার বাড়ি দিয়া সকল ঘট ভাঙ্গিয়া মুল্লাগিরি করিলু জাহির। আসিয়া গোয়াল যত আমারে চোরের মত মারিয়াছে না করি থাতির॥ যত সব ভাই ছিল তারা পলাইয়া গেল আমারে পাইয়া করে ধূম। খাওন্দ তোমারে মানি খোদার সমান জানি কদমেত করিলু মালুম। শুন শুন হজরত মোর তুঃখ কত মত হৈল সব নসিবের দোষে। কিতাব কোরাণ পুড়ি পাঠার খালের দড়ি গলায়ে বান্ধিল অবশেষে॥ হাসনে শুনিয়া কথা মর্ম্মেত লাগিল ব্যথা সাজ সাজ বলে ডাক ছাড়ি। দ্বিজ বংশী দাসে কয় ই তব উচিত নয় শেষে পাইবা অপমান ভারি॥ সাজ সাজ বলিয়া হাসন পাড়ে ডাক। এক ডাকে বহিরিল খোজ তিন লখি॥ খলিপ দেওয়ান কাজি খোজার প্রধান। তার সনে সাজি আইল হাজার পাঠান ৷ বড় বড় তাজী ঘোড়া করি নানা সাজ। সেখজাদ সব চলে যেন গজরাজ ৷ খনকার রফিক সাজে মিনা কাজির ভাই। তার সনে লাটকের লেখা যোখা নাই ৷ পাওজামা নিম টুপী পরি কটবন্ধ। হাসন সৈদের সাজে সাত ফরজনদ॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।