ミ>b" বিবাহ। (১) বজ্র; এখানে দণ্ড-বিশেষ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। বিদর্ভ রাজার কন্যা নামেত কমলা। শুভক্ষণে বিয়া কৈল যেন চন্দ্রকলা॥ ধনে জনে সম্পদ হইল অতিশয়। নানা দেশ ভ্রমিয়া করিল দিগ্বিজয়॥ গো-মুণ্ডের ঠাট (১) তারে সিংহছালে ছায়া। ব্যাঘ্র-পৃষ্ঠে চড়ি ফিরে জয়ঢাক বায়া॥ হুঙ্কারে সাগর চালে পৃথিবী কাপায়। নাগে বাঘে নাম শুনি মস্তক নোয়ায়॥ ভূত প্রেত পিশাচ পলায় দেখি ডরে। বৃক্ষেও নামায় মাথা দেখিয়া ওঝারে। হুঙ্কারে পাড়িয়া সে বৃক্ষের ফল খায়। পুনরপি পাড়া ফল বৃক্ষেত লাগায়॥ ভূচরী খেচরী যত ডাকিনী যোগিনী। রোগ পীড়া ব্যাধি খণ্ডে তার নাম শুনি॥ বড় সৰ্প ধরিয়া গরুড়ী মন্ত্র বলে। নিরবধি খেলায় লইয়া নানা ছলে॥ বিষ কড়ি লয় যত বড় বড় সাপ। বান্ধে হাতে গলায় নাহি থাকে দীপ॥ উদয়কাল ভুজঙ্গ শিবের জটায়। তারে আনি মন্ত্রবলে ধরিয়া খেলায়॥ একদিন বিপাকে ঠেকিল দৈবযোগে। পাইল মুনির শাপ দংশিবারে নাগে ৷ দ্বিজ বংশী দাসেরে প্রস, সরস্বতী। পদবন্ধে গাইল ধন্বন্তরি-উৎপত্তি॥ কলির ব্রাহ্মণ। কলির ব্রাহ্মণ আর বলির ছাগল। ভাল মন্দ জ্ঞান নাই প্রশ্রয় পাগল॥ পতিতের দান লৈতে না কর বিচার। হাড়ি ডোম চণ্ডাল যজাও কদাচার॥ কণকড়ার মাটি দিয়া কর দীর্ঘ ফোট। কাকালির মধ্যে রাখ ভাঙ্গ লাউ গোট॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।