পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—দ্বিজ বংশীবদন–১৬শ শতাব্দী ৷ ২১৯ মাথায় বেড়িয়া বান্ধ রাত্রি-বাস ধড়ি (১)। মুষ্টি ভিক্ষ মাগিয়া বেড়াও বাড়ী বাড়ী। মুষ্টি এক উনা হৈলেন কর ভোজন। তিন হাড়ী অন্নে হয় উদর পূৱণ॥ ধুয়া দেখি ফিরহ নদীর পারে পারে। মড়া মৈল বলি যাও দক্ষিণার তরে॥ শুনিলে শ্রীদ্ধের নাম যজমানের পাড়া। বান্ধা দিয়া খায়া যাও স্ত্রীর জুবুড়া (২)॥ স্বত্র (৩) পুথি হাতে লৈয়া চণ্ডীপাঠ গাও। সত্য মিথ্যা বাক্য বলি যজমান ভাড়াও ৷ শূদ্র সেবক লইয়া কর হুড়াহুড়ি। পঞ্চ উপচারে খায়া যাও গালি পাড়ি॥ বাক্য চাতুরী করি দিবাতে মাগিয়া। সন্ধ্যাকালে যাও ভাল গৃহস্থ দেখিয়া॥ ঠাই টিউরি করি থাক অপেক্ষায়। ভাল ব্যক্তি হয় যদি রন্ধন করায়॥ পর দ্রব্য পাইয়া ডাগর পেট ভর। রাত্রিতে না আসে নিদ্রা উঠু বৈস কর। আচার বিচার নাই অহিত ব্রাহ্মণ। গায়ত্রীর লেশ নাই সন্ধ্যা দেবাচ্চন। আমি ওঝা ধন্বন্তরি অন্ত জন নই। গলায় অছিয়ে স্থত তেকারণ সহ॥ আর জন হৈলে তার মুড়িতাম মাথা। গরু আর ব্রাহ্মণ যে শূদ্রের দেবতা ৷ আমার যে গুণ সব জানে হর-গৌরী। তুমি ছারে কি জানিবা কড়ার ভিকারী॥ ডিঙ্গা-নির্ম্মাণ। ডিঙ্গা বান্ধে চম্পকের নাথে। সোণার জল লয়্যা মহেন্দ্র সুক্ষণ পায়্যা দাড়া বিন্ধে আপনার হাতে॥ (১) ধড়ি = ধুতি। রাত্রিতে পরিহিত বস্ত্র। (২) মোটা স্ততার সাড়ী। (৩) ব্যাকরণের প্রথম পাঠ্য।