(১) কোমর-বন্ধ। মনসা-মঙ্গল—দ্বিজ বংশীবদন – ১৬শ শতাব্দী। ২২৭ অনেক যত্ন করি উষা রহিবারে চাহে। বিধাতা লিখেছে দুঃথ খণ্ডান না যাহে॥ সাত পাচ ভাবি উষা দিল আগুসার। পেটারা খসায়ে পরে রত্ন অলঙ্কার॥ উষার বেশ। অন্তস্পট ধরিয়া সর্থী চারিভিতে। রত্বের প্রতিমা যেন সাজে মনোরথে॥ সুবেশ করিয়া খোপা বান্ধিলেক ভালা। সুমেরু জিনিয়া যেন সাজে মেঘমালা॥ তাহার উপরে দিল পারিজাত-মালা। নবীন মেঘেতে যেন শোভিছে চপলা॥ মধ্যে মধ্যে পুষ্প তাতে চাপা নাগেশ্বর। মধুলোভে উড়ি পড়ে উন্মত্ত ভ্রমর॥ কাম-সিন্দুরের রেখা কপালে উজ্জ্বল। পুষ্পেতে লম্বিত জগত শোভয়ে কেবল। কপালে উজ্জল শোভে কুরি মুক্তাবলী। মাণিক্যের কর্ণফুল শোভে গণ্ডস্থলী॥ তার উপর চন্দ্রাবলী ঝলকে উজ্জল। নাসিকা অগ্রেতে পরে মুকুতা কেবল। কুস্কুমে লেপিয়া স্তন ঢাকিছে কাচলি। গলে পরে গ্রীবাপত্র মুকুতার বলী। বিনা মরকতে গাথি মধ্যেতে সোণার। হাতে পরে বাজুবন্ধ মুকুতার তার॥ হস্তে পরে অলঙ্কার কেয়ুর কঙ্কণ। রত্ন অঙ্গুরী পরে অতি বিলক্ষণ। নেতের উড়নী পরে উপরে পাটসাড়ী ৷ ” তাহার উপরে ঘাগর পরে কটি বেড়ি ৷ ক্ষুদ্র ঘটিকা তাতে ঘাগর কিঙ্কিণী। নাভির উপরে পরে নীবিবন্ধ খানি (১) { চরণে ঘুঘুরা পরে নুপুর পঞ্চম। উদ্ভূট পরিল তবে দেখিতে উত্তম॥ হাতে পায় পরিলেক অলক্তার ফুল। চন্দনে লেপিয়া অঙ্গ সর্ব্ব সমতুল।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।