পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

(>) (R) মনসামঙ্গল—দ্বিজ বংশীবদন – ১৬শ শতাব্দী।:్చలి) পঞ্চপাত্র সঙ্গে করি বসিয়াছে অধিকারী যে নায়ে আপনি চন্দ্রধর। চোঁদ ডিঙ্গা বাইয়া যায় পাইক সবে সাইর গায় (১) তোলপাড় গোঞ্জরী (২) সাগর। ডিঙ্গা সব চলে ঝাটে দুই কুলে প্রজার ঠাটে দ্বিজ বংশী মনসা-কিঙ্কর ৷ হরষিতে চন্দ্রধর যায় ডিঙ্গা বাইয়া। পাইকে ধামালী করে রঙ্গে সাইর গাইয়া॥ জয়ঢাক বীরচাক আর জয়ঢোল। শঙ্খনাদে সিংহনাদে নাহি শুনি বোল॥ শিলই হাউই ছোটে আকাশ পরশে। চমকিত পরদল পলায় তরাসে। গোপাল মীর বহর চলে ঠাটের আওয়ান। তার সনে নেহাৎ নাও বিয়াল্লিশ খান॥ জল ছড়িয়া যেন যায় বিয়াল্লিশ নাও। ঠাটের কাছে থাকি চাদ বলে বাও বাও। নিজ রাজ্য ছাড়াইল হাস্ত পরিহাসে। কামার-হাটী ছাড়াইল আঁখির নিমেষে॥ মধ্যপুর কুলাচল দক্ষিণে থুইয়া। দুৰ্জ্জয় প্রতাপগড়া ছাড়াল বাহিয়া॥ গোপালপুর ছাড়াইল রামের নগর। জহু তীর্থ বাহিয়া পরে কালিদ সাগর। দক্ষিণে গন্ধর্ব্বপুর বামে বীরকুনা। মঞ্চসরা বাহিয়া ধরে মন্দারের থানা॥ পেছলদা বামেতে যায় তাড়াতাড়ি। 豪 籌 籌 豪 দ্বিজ বংশী দাসে গায় পদ্মার চরণ। ভবসিন্ধু তরিবারে বল নারায়ণ৷ “সারি” গান করে। গুঞ্জরী।