মনসা-মঙ্গল—দ্বিজ বংশীবদন – ১৬শ শতাব্দী। ২৩৫ দুই পাশে শ্বেত চামরে বাও করে। নানা রত্নে ঝলমল ধবল ছত্র শিরে॥ গন্ধে আমোদিত মন হইল সবার। দেবতা গন্ধর্ব্ব হেন লাগে চমৎকার॥ ইহা দেখি মনে মনে চিন্তে নরপতি। ফলিল স্বপ্নের কথা যা দেখিন্তু রাতি॥ . রাজা বলে আপনার কোন রাজ্যে ঘর। কোন কার্য্যে আসিয়াছ আমার সহর। পরিচয়। কতটী সৈন্ত তোমার কত খানি নাও। হেন জানি আমি সবের বার্তা নাহি পাও ৷ আমার দেশেতে আসি কেহ না যায় সারি (১)। বড় বড় ক্ষত্রিয় পাইলে ধনে প্রাণে মারি॥ বিপক্ষ পাইলে মোর কভু নাহি ক্ষমা। কালীর বিক্রম আমি কি কহিম তোমা॥ বড় ক্ষত্রী আসি মোর রাজ্য লৈল বেড়ি। দেখ গিয়া তা সবার হাতে পায়ে দড়ি॥ বড় বড় বীর ধরিয়া খালিবিখালি। শিরচ্ছেদ করি দেই দেবী দুর্গার বলি ৷ মুণ্ডমালা গাথিয়া দক্ষিণে দেই শাণে (২)। তার যত রক্ত দেই ভৈরবীর স্থানে॥ যত কথা তোমাতে কহিয়া কার্য্য নাই। কালীর বিক্রম মোর শুন রে গোসাঞি॥ মহাদেবী আদি করি যত পুরজনা। তারাও দেখিছে কালী আমার বর্দ্ধনা ৷ চাদ বলে রাজা তোমা জানে সর্ব্বজনে। আমি তোমা কি জানিব শুনহ আপনে॥ তুমি মহারাজা তোমা জানে সর্ব্বদেশে। চাদের নিয়। এই মত বলি চাদ মনে মনে হাসে॥ কর যোড়ে নমস্কার করিয়া বিনয়। চন্দ্রধরে সৌষ্ঠব্য (৩) কহে শুন মহাশয়॥ চন্দ্রধর বলে আমি হই শূদ্রজাতি। ভরদ্বাজ গোত্র গন্ধবণিক্য পদ্ধতি॥ রাজার স্ববিক্রম (১) নির্বিঘ্নে রক্ষা পাইয়া। (২) মশানে। (৩) প্রাচুর্য্য=প্রচুর।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।