মনসামঙ্গল—দ্বিজ বংশীবদন—১৬শ শতাব্দী। কত ক্ষণে বলে গিরি গেছিলাম যমের পুরী হেন বিষ কহু নহে দেখি॥ মুখে দিতে দন্ত ঝরে রক্ত পড়ে ওষ্ঠাধরে খাইলে ত কি হয় না জানি। রাজা বলে সত্য কথা বিষফল নহে অন্যথা ভাগ্যে আমি করি নাই ভক্ষণ। দ্বিজ বংশী দাসে কয় বড় ভাগ্য মহাশয় এড়াইলা নিকটে মরণ॥ সাধু-দত্ত গুয়া পাণের পরীক্ষা। রাজা বলে আগে আইস কোতোয়াল ভায়া। আপনি বুঝহ তুমি গুয়া পাণ খাইয়া॥ রাজার মুখের কথা শুনি আচম্বিত। বজ্র ভাঙ্গিয়া যেন পড়িল ভূমিত॥ কাতর হইয়া বলে শুন মহাশয়। এক নিবেদন করি নিদান সময়॥ গিৰিবরের দুর্গতি দেখিয়া বিদ্যমানে। . পূর্ব্বেই আমার মনে ডাকিছে (১) তখনে॥ আজি আমি আসিয়াছি অমঙ্গল দেখি। গুয়া খাইলে মরিব মনে দিচ্ছে সাক্ষী॥ গোবধ ব্রহ্মবধ করে পর-অত্যাচার। তারে সে উচিত শাস্তি গুয়া পাণ দিবার॥ রাজকন্ত হরে যে ভাণ্ডার করে চুরি। তারে সে উচিত শাস্তি গুয়া পাণ দিয়া মারি॥ অপরাধ না করেছি পাপের লেশ নাই। কোন অপরাধে বল গুয়া পাণ খাই॥ তোমার আগে আজি মোর পূরিলেক কালে। নিশ্চয় মরিব আমি গুয়া পাণ খাইলে॥ নিশ্চয় মরিব আমি কৈন্তু প্রাণপণ। স্ত্রী পুত্র রাজা তুমি করিবা পালন॥ আমার ঘরের স্ত্রী অতি পতিব্রতা। তার গুণ স্মরিয়া মনেতে লাগে ব্যথা॥ (১) আশঙ্কা হইয়াছে। S్చరిసి
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৬১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।