२8० - গুয়াপাশে বিপদ। বঙ্গ-সাহিত্য-পরিচয় | আর নারী সভার দশ পাচ স্বামী। (১) তার আর কেহ নাই সবে মাত্র আমি॥ রাজা বলে তাকে আমি পালিব যতনে। ঝিয়ের জামাইর ঠাই সাঙ্গ (২) দিব তানে॥ এত বলি কোতোয়াল রাজা বিদ্যমান। নিকটে আসিয়া তবে নেহালে গুয়া পাণ॥ পাণ চুণ একত্র করি দুই হাতে লৈয়া। পুড়ে কি গায়েতে পুনঃ চাহে ছোয়াইয়া। (৩) খাইবারে গুয়া পাণ মনে কৈল সার। রাজার হুকুমে আমি মরি একবার॥ প্রথমে হস্তেতে লৈয়া মুখে দিল চুণ। তার পাছে গুয়া পাণ দিলেক দ্বিগুণ॥ দড় করি ধরিয়া চাবায় দুই গলে। মুখে চূণ লাগি রক্ত (৪) উঠয়ে বিশালে। গুয়া লাগিয়া (৫) তবে হইল বিহবল ৷ মুখেতে সিদ্ধান্ত (৬) নাহি ঘামে টলমল। উণ্টাইয়া দুই আখি পাড়ে গড়াগড়ি। নাকে মুখে রক্ত উঠে হাত পা আছড়ি॥ রাজা বলে মৈল মৈল কি আছ চাহিয়া। তোমরা মরিব পাছে ধর রে আসিয়া॥ তবে শুনি ধাইয়া ধরে দশে বিশে সাতে। আপনি উঠিয়া রাজা জল ঢালে মাথে॥ মৈল হেন পড়িয়া রহিল নিঃশব্দে। অগ্নি জালিয়া তার কাণ মুণ্ড স্বেদে। কত ক্ষণে স্থির হৈয়া স্মরে হরি হরি। মরিবার পথ নাহি গুয়া খাইয়া মরি॥ দ্বিজ বংশী দাসে গায় পদ্মার চরণ। ভবসিন্ধু তরিবারে বল নারায়ণ॥ (১) স্ত্রীলোকের বহু স্বামীর সঙ্গে বিবাহ-প্রথা স্থচিত হইতেছে। (২) পুনরায় বিবাহ। (৩) গাত্রে স্পর্শ করাইয়া পরীক্ষা করিল যে গাত্র দগ্ধ হয় কি না। (৪) রক্তবর্ণ পাণের রস। (৫) গুয়া লাগিয়া= সুপারী চর্ব্বনজনিত নেশা হওয়াতে। (৬) কথা।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৬২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।