মনস-মঙ্গল—দ্বিজ বংশীবদন—১৬শ শতাব্দী। R8S খাইয়া গুয়া পাণ সভার বিদ্যমান বলে দুৰ্জ্জন কোতোয়াল। এ সব কারণ আমার যে মরণ গুয়া নহে এহি বিষের হাল॥ এ যে বড় বড় মোটা নিশ্চয় বিষের গোট ভাল সে কান্দিছে গিরিবর। বিষ লইয়া সদাগর আসিয়াছে সহর প্রাণ হারাইকু মোর॥ যে পুরুষ হয় কহি শুন মহাশয় মোর বাক্য না করি ও আন। তেজিয়া পুত্র নারী হইও দেশান্তরী তবু না খাইও গুয়া পাণ। রাজা বলে সত্য কথা বিষ নহে অন্তথা গুয়া নহে এ যে নেহালি। কার্য্যের আছয় সন্ধি সাধু নিয়া কর বন্দী কালীরে কাটিয়া দিব ডালি (১)॥ বেটা বড় ডাকাইত বুঝিলাম ইহার চিত ইহারে রাখিতে যুক্তি নহি। আমার প্রাণের বৈরী রাথ নিয়া বন্দী করি কালিই কাটিয়া দিব বলি॥ রাজার হুকুম পায়্যা দশে বিশে ধরে ধীয়া চাদের মনে লাগিল তরাস॥ পদ্মার কপটে চাঁদের বুদ্ধি ঘাটে (২) বলে দ্বিজ বংশী দাস॥ চাদ-সদাগর বন্দী। রাজার বচনে তারে সভা হৈতে তুলি। চড় চাপড় কেহ দেয় ঘাড়ে শিলি॥ পাছে গিয়া ধাক্কা মারে কেহ ধরে চুলে। নানা মত অবস্থা করি নেয় বন্দী-শালে। হাত পায় বান্ধি নিয়া খুইল কারা ঘরে। পাথর তুলিয়া দিল বুকের উপরে॥ (১) উপহার। (২) লোপ পায়। రి
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।