পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—দ্বিজ বংশীবদন—১৬শ শতাব্দী। ఇ8న এহি মত যত কন্যা দোষে গুণে আছে। ভাবিয়া মাধব ভাট কহিলেক পাছে॥ ভাটে বলে শুন সাধু বচন আমার। শাস্ত্রে যা বিহিত আছে কম্ভার বিচার॥ কপালেতে কালপূত (১) জিহ্বা নীলরেখ। সেই কন্ত পুরুষের যম পরতেখ (২)॥ কন্ত-লক্ষণ-বিচার। সৰ্প লেজ কেশ যার শকুনের আঁখি। আছুক বিয়ার কথা প্রভাতে না দেখি॥ কর্কট সমান নাসা মৰ্কট বদনী। কুঞ্জর সমান মাঝা মহিষ-গামিনী॥ দন্ত উথর (৩) আর উদ্ধ মুখে চায়। সেহি কন্যা পুরুষের প্রাণ লৈয়া যায়। অতি কালা অতি গোরা অতি দীর্ঘ কেশ। অধিক পাগুরা (৪) যে বা অত্যন্ত বয়েস॥ বুক উচা নাগফট (৫) চিরণ (৬) দাত যার। সেহি কন্যা বিয়া কৈলে পুরুষ সংহার॥ খট্টা পদ জ্যোতি হীন মুখ যদি হয়। প্রভাতে দেখন তারে উপযুক্ত নয়॥ অঙ্গুলী যাহার ছোট চঞ্চল কমর। ছয় মাসে পতি যায় যমের নগর॥ - মাতৃ নামে কল্প আর পিতৃ নামে বর। সেহি বিয়া অনুচিত শুন সদাগর॥ মাতৃ পক্ষে পঞ্চ গোত্র (৭) ত্যজিবেক নারী। পিতৃ পক্ষে সপ্ত গোত্র ত্যজিবে বিচারি॥ তবে বিয়া করিবেক শুন সদাগর। নিকটে করিব বিয়া ত্রিগোত্র অন্তর॥ এহি মতে কন্যার ষে দোষ গুণ আছে। - ভাবিয়া মাধব ভাট সকল কহিছে ৷ দ্বিজ বংশী দাসে বলে হইল স্মরণ। সী রাজার কন্ঠা আছে সর্ব্ব সুলক্ষণ॥ (১) জটুল=অচিল। (২) প্রত্যক্ষ = সাক্ষাৎ। (৩) উচ্চ। (৪) পাণ্ডুবর্ণ। (৫) নাগ ফণার দ্যায় নাসিকা। (৬) চিরুণীর মত। (৭) গোত্র = পুরুষ। 33