পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসামঙ্গল—কবি ষষ্ঠাবর—স্থঃ ১৬শ শতাব্দীর প্রথমাৰ্দ্ধ। ২৫১ মেঘডম্বর ছত্র (১) ধরিলেক তুলি। দুই পাশে শ্বেত চামরে ঢুলঢুলি ৷ পণ্ডিতেরে নমস্কার করিলেক নৃপতি। চিরজীবী করি দ্বিজে করিলেক স্থিতি॥ হস্ত যোড় করিয়া কহত সদাগর। পুরোহিত ত্রধরের শুন শুন পুরোহিত পণ্ডিত শ্রীধর; প্রস্তাব। ধন জন হাৱাইলু পাইলু বহু দুঃখ। সকল পাসরি মুঞি দেখিয়া পুত্র মুখ॥ যৌবন পূর্ণিত পুত্র বিবাহ নাঞি করে। সোণকার দোষ নাই আমি নাঞি ঘরে॥ এই হেতু জিজ্ঞাসা করি এ তোমা ঠাঞি। লক্ষ্মীন্ধরের যোগ্য কন্যা কথা গেলে পাই॥ শ্রীধর পণ্ডিতে তবে দিলেক উত্তর। শুন কহি কন্ত আছে যার বার ঘর॥ ভট্টাচার্য্যে কহে তবে জানিয়া বিশেষ। সর্ব্বরাজ্য আমি যে ভ্রমিল নানা দেশ॥ মাণিক্য পাটনে আছে সাধু ধন দত্ত। অষ্ট বৎসরের কন্ত তাহার ঘরেত॥ সদাগরে বোলে মোর তার দাত্র নাই। (২) আর কার কম্ভা আছে কহ মোর ঠাঞি॥ কনক-পাটনে আছে সাধু হরেশ্বর। দশবৎসরের কহ্যা আছে তার ঘর॥ সদাগরে বোলে মোর তার দাত্র নাই। আর কার কল্প আছে কহ মোর ঠাঞি। সাহ নামে বেণে আছে নগরে উজানী। যার ঘরে দ্বাদশ বৎসরের কন্যা খানি॥ সুন্দর শু্যামল (৩) বর্ণ সুরুচি যে কাম। ভুবনে নাহিক হেন গুণ অনুপাম॥ (১) মেঘড়ম্বর একরূপ উৎকৃষ্ট বস্ত্র বিশেষ, তাহার নির্ম্মিত ছত্র। আমরা কবি কঙ্কণ চণ্ডীতে লহনাকে স্বামীর প্রত্যাগমন উপলক্ষে নানাবিধ বেশ শজার মধ্যে “মেঘড়ম্বর শাড়ী পরিধান করিতে দেখিতে পাই। (২) সে কল্প দিয়া কাষ নাই। (৩) গৌর।