Հ(tՀ কস্তাদর্শনে যাত্র। বঙ্গ-সাহিত্য-পরিচয়। সর্ব্বগুণে বিশারদ সেই কষ্ঠ খানি। জানিঞা আদেশ কর পাঠাও কোরণী (১)॥ যশাই দৈবজ্ঞে যদি কহিল উত্তর। কহিতে লাগিল তবে চাদ সদাগর॥ রাজাএ রাজাএ কর্ম্ম করিবারে চাই। সাহের কুমারী বিহা করিব লখাই॥ কেমতে যে কন্যা গিয়া চাহিয় (২) আপনে তবেসে (৩) করিব বিহা আমার নন্দনে॥ ব্রাহ্মণ দৈবজ্ঞ ভাট নট যে বা ছিল। 豪 来 来源 豪 | রামাই সেবক বলি করিল হাকার। (৪) সঙ্গে করি লও সৈন্ত পঞ্চাশ হাজার॥ সফরিয়া (৫) পঞ্চ মাণিক্য লৈল তুলি। হস্তী ঘোড়া সৈন্ত সেনা চতুরঙ্গ বলী॥ রাজার আদেশ রামাই মাথে করি লৈল। রাজ্যের ভিতরে সব সৈন্ত সাজাইল॥ দৈবজ্ঞ গণিয়া দিল শুভ ক্ষণ করি। বিজয় মঙ্গল ঘট বসায় সারি সারি॥ ঘটের উপরে আনি দিল আম্র ডাল। স্থবাসিত জল ভরিয়া দিল পুষ্পমাল। রজত কাঞ্চন আর আনেন দক্ষিণে। হাতে দূর্ব্বা ধান্ত বেদ পঠএ ব্রাহ্মণে॥ স্কৃতের প্রদীপ হাতে লয়ে নারীগণ। মঙ্গল করন্তি সবে জোকার (৬) গগন॥ সর্ব্ব সৈন্য লইয়া সাধু করিল পয়ান (৭)। ধানুকীর ঠাট (৮) সব হইল আগুয়ান॥ তেলেঙ্গার ঠাট (৯) লড়ে (১০) বত্রিশ হাজার। নট নর্ত্তকী চলে নাই ওর পার (১১)॥ (১) করণী=ঘটকী (২) ভাল করিয়া দেখিব। (৩) তাহা হইলে। (৪) হুঙ্কারের অপভ্রংশ। (৫) বাণিজ্যে প্রাপ্ত। (৬) জয়কার, হুলুধ্বনি। (৭) প্রস্থান। (৮) সৈন্ত। (৯) তৈলঙ্গীয় সৈন্ত। (১০) যাত্রা করে। (১১) ওর পার = সীমা-সংখ্যা।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৭৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।