২৫৬ বঙ্গ-সাহিত্য-পরিচয়। চুওয়াল (১) সকল পলাএ করি লড়া লড়ি (২)। বৃদ্ধ সকল পলাএ হাতে লৈয়া লড়ি॥ প্রাণ ভয়ে বুড়া সব ধাইয়া লড়ে (৩)। উচ্চ নীচ ভূমিতে পাছাড় খাইয়া পড়ে। ত্রাস পাইয়া উঠিয়া দিবারে চাহে লড়। উপুড় হইয়া পড়িয়া আঁঠুর (৪) গেল ছড় (৫)। নবীন যুবতী ধাএ ত্রাস পাইয়া মনে। বেতাগ কাটায় (৬) লাগ পাইয়া আছড়িল ভূমে। কি বলিব সাহে রাজা শুনিয়া বচন। নটেরে বোলহ বাজাউক মঙ্গল বাজন॥ সদাগরের বচন শুনিয়া কুতূহল। নানা মত বাদ্য বাজে বিবিধ মঙ্গল॥ বহু বহু বলিয়া ঢোলেত মারে বাড়ি। ঢাক মৃদঙ্গ শানাই পঞ্চ শব্দ জুড়ি। কেহ ধাএ কেহ রহে নাগরী সকল। যুক্তি ভাবি আইলেক মুবুদ্ধি মণ্ডল॥ মগুলে বোলে স্থির হও না হও বিকল। বৃথা কাযে লড় পাড় সকল কুশল। চম্পক নগরে ঘর চাদ সদাগর। তান পুত্র লক্ষ্মীন্ধর পরম সুন্দর॥ বিবাহ করিতে যাএ সাহের কুমারী। যার যেই ঘরে রহ মন স্থির করি॥ রহিল মণ্ডলের বাক্যে পাইয়া প্রবোধ। দেখিয়া বহুল সৈন্ত মণ্ডল হৈল ক্রোধ॥ আগু বাড়ী চল যাই রাখিতে বেকর। - রহ রহ বলিয়া রাখিল লক্ষ্মীন্ধর॥ . অশ্ব পৃষ্ঠে থাকি বসিল সদাগর। দুই চক্ষু পাকাইয়া বোলে ধর ধর। পাত্র মিত্র কোতোয়ালে দিল ঘোড়া এড়ি। মার মার করিয়া তোলে চাম্বুকের (৭) বাড়ী ৷ (১) যাহারা মদ চুয়ায় = শুড়ী। (২) দৌড় দিয়া। (৩) ধাবমান হইয়া দৌড় দেয়। (৪) হাটুর। (৫) ছিড়িয়া যাওয়া। (৬) বেত কাটায়। (৭) চাবুকের।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৭৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।