পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল – কেতকাদাস—১৬৫০ খৃষ্টাব্দ। ર૭ শিশু যুবা অবলা যাহার পতি মরে। বিধবা হইয়া সে থাকয়ে নিজ ঘরে॥ কিসের কারণে তুমি জলে ভাসে যাবে। প্রতীত কাহার মনে কান্ত জীয়াইবে॥ (১) বেহুল বিনয়ে বলে শাশুড়ীর তরে (২)। মরা পুত্র জীয়ন্ত পাইবে তুমি ঘরে॥ কড়ার তৈলেতে রাম প্রদীপ জালিয়া। শাশুড়ীর তরে যান বিশেষ বলিয়া॥ কড়ার তৈলেতে দীপ ছয় মাস জলিবে। তবে সে জানিবে মোর লক্ষ্মীন্ধর জীবে॥ সিজান (৩) ধান্তেতে যদি অন্ধুর নিঃসরে। মর পুত্র জীয়ন্ত পাইবে তুমি ঘরে॥ প্রভুর অন্ন ব্যঞ্জন পূরিয়া হেম থালে। পুতিয়ে রাখিল লৈয়া দাড়িম্বের তলে॥ বেহুল ভাসিল জলে কলার মান্দাসে। মনসা আইলা তথা শ্বেত কাক বেশে॥ শ্বেত কাকের দৌত্য। শ্বেত কাক ঘন ডাকে বিপরীত বাণী। তাহারে আরতি (৪) করে বেহুলা নাচনী॥ বসিয়া চাপার ডালে শুন শ্বেত কাক। লোহার বাসরে হৈল আমার বিপাক। মনসা সহিত বাদ করে সদাগর। কাল সাপে খাইল মোর কান্ত লক্ষ্মীন্ধর॥ তখনি মরিল পতি কালিনীর বিষে। জলেতে ভাসিয়া যাই জীবন উদ্দেশ্যে ৷ প্রাণনাথ কোলে লৈয়া জলে ভাস্ত যাই। এক নিবেদন আমি কহি তব ঠাঞি॥ জলেতে ভাসিয়া যাই তাহে নাহি তাপ। অতি দেশ দেশান্তর আমার মা বাপ॥ এমত ব্যথিত এথা নাহি যে আমার। আমার বাপের বাড়ী কহে সমাচার॥ শ্বেত কাক বলে আমি যাইতে পারিব। সেখানে মনুষ্য-ভাষা কেমতে কহিব॥ (১) তুমি স্বামীকে পুনর্জীবিত কৰিবে, ইহা কোন ব্যক্তির বিশ্বাস হইবে? (২) নিকটে। (৩) সিদ্ধ। (৪) প্রার্থনা। ව්