মনসামঙ্গল—কেতকাদাস–১৬৫০ খৃষ্টাব্দ। > し○ মা বাপের বাড়ীতে আমার নাহি সাজে। সকল ভাউজের (১) সঙ্গে মোর দ্বন্দ্ব বাজে॥ সহিতে না পারি আমি দুরক্ষর বাণী। কুলে দাণ্ডাইয়া ভাই আর র্কাদ কেনি ৷ তিন ভাই বলে দিদি (২) তোর অল্প জ্ঞান। সপাবাতে মৈলে কেবা পায় প্রাণ দান॥ শিশুমতি ভগিনিগো বুঝ বিপরীত। তোর পতি প্রাণ দান পায় কদাচিত॥ নগরের যত লোক অশেষ বুঝায়। মড়াটা লইয়া কোলে কোথা ভাস্ত্যা যায়॥ তুমি শিশু সীমস্তিনী নস্থলী (৩) যৌবনী। কেমতে যাইবা ভাস্তা বেহুলা নাচনী॥ জলে জলজন্তু আছে হাঙ্গর কুম্ভীর। দেখিয়া তোমার মন হইব অস্তির॥ অরণ্য অতুল বনে চরে সিংহ বাঘ। প্রবল মহিষ গণ্ডী চরে লাখে লাখ॥ অবলা অকৃতী তুমি বড় অভাজন। দেখিয়া তোমার রূপ মোহে মুনিগণ। যে জন ব্যথিত হয় প্রবোধিয়া কয়। কেমনে ভাসিয়া যাবে মনে নাঞি ভয়॥ বেহুলার মন তাহে প্রবোধ না মানে। নিমিথ মিলায় তার প্রভর বদনে॥(৪) চাদ বাণা নাহি কান্দে পেয়ে পুল্লশোক। লখাই লাগিয়া কান্দে নগরের লোক। কৃলে দাণ্ডাষ্টয়া কান্দে বেহুলার ভাই। বাহুড় বাঙ্গড় (৫) দিদি চল ঘরে যাই॥ (১) ভাজের = ভ্রাতৃ-বধূগণের। (২) ছোট বোনকে আদর করিয়া ‘দিদি সম্বোধন করা হইয়াছে। (৩) নহল = নবীন। (৪) নিমিখ = নিমিষ = পলক, অর্থাৎ অপরের সহিত কথোপকথন হইলেও বিপুল লক্ষ্মীন্ধরের মূপেই দৃষ্টি রাখেন। (৫) ফিরিয়া এস, ফিরিয়া এস। £
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৮৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।