মনসা-মঙ্গল—কেতকাদাস–১৬৫০ খৃষ্টাব্দ। ২৬৭ বিষহরী বিনোদিনী বিড়ম্বিল তায়। গাঙ্গপুরে বেহুলার মান্দাস আল্যায় (১)। বাশের গজাল যত সব গেল ছাড়া। খান থান হয়্যা যত ভাসে কলা গাড়া (২)॥ হাঙ্গর কুম্ভীর জোক জল-জন্তু যত। বেহুলার আশে পাশে ভাসে শত শত॥ ক্ষণে ক্ষণে জলে ডুবে ক্ষণে ভাস্ত উঠে। লোহার করাত যেন ত্রিশিরার পীঠে। দেখিয়া বেহুলা কান্দে পায়্যা বড় শোক। ধরিল মড়ার গায় হানে এক জোক॥ ছাড়াইলে নাঞি ছাড়ে মাংসেতে লুকায়। হরি হরি বেহুলার কি হবে উপায়॥ কলার মানদাস গেল হয়্যা খানি খানি। বিষাদ ভাবিয়া কান্দে বেহুলা নাচনী॥ মনসার মন্ত্র রাম জপে নিরবধি। দাসীরে এতেক দুঃখ তুমি দিবে যদি॥ বিষম তোমার মায়া কহনে না যায়। মালদাস লাণ্ডক ৰোড় তোমার কৃপায়॥ বেহুল বিনয় করে মনসার তরে। মানদাস লাগিল যোড় ব্রহ্মাণীর বরে ৷ অবিরত মনে কত গণিব হুতাশ। দেউল্যার ঘাটে ভাসে কলার মানদাস॥ উলিয়া দেউল্যার জলে বেহুলা নাচনী। স্নান করি জপ করে হরের নন্দিনী॥ মৃন্ময়ী বিষহরী পূজয়ে কমলা। তিন দিন তার পূজা করিল বেহুলা ৷ বান্ধিয়া পূজার ঘাটে কলার মান্দাস। দেবীর দেউলে বসি করে উপবাস॥ পূজায় আকাশ বাণী হৈল আচম্বিতে। এখানে বসিয়া তুমি জপ কর কি করিতে॥ (১) এলাইয়া পড়িল = খসিয়া পড়িল। (২) গেউড় = মূল; এখানে গাছ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৮৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।