২৭e শৃগালগণের অনুনয়। বঙ্গ-সাহিত্য-পরিচয়। দিবস রজনী ভাসেন নাচনী পায়্যা স্রোত পথ নীর॥ বনে বনচারী শার্দ্দল কেশরী শশক হরিণ চরে॥ বেহুল ভাস্তে যায় দেবীর কৃপায় দেখিতে না পায় তারে॥ পায়া পচা ভ্রাণ স্থির নহে প্রাণ যত পশুগণ কয়। এ হেন সুন্দরী মড়া কোলে করি কোথা জলে ভাস্তা যায়॥ হুকাই ঘুকাই তারা দুই ভাই শৃগাল ছাগল-ধরা। যতেক শৃগাল হয়্যা এক পাল কুলে দাণ্ডাইঞ তারা॥ মড়া-ভ্রাণ পাঞ কুলে দাণ্ডাইঞ আপন ভাষাতে ডাকে। মড়াটা ফেলাঞ দেহন সুন্দরী প্রাণ পাই তোর পাকে (১)॥ সপ্ত দিবা নিশি আছি উপবাসী যতেক শৃগালপাল। মড়া দিয়া মোরে তুমি যাহ ঘরে থ্যাতি রহু চিরকাল॥ উদর পুরিয়া খাই মড়ী-নাস। যতেক শৃগাল মোরা। কুলধর্ম্ম যত রাখিতে উচিত তুমি ঘরে যাহ ফিরা॥ ঐ প্রাণধন দেখ বেই জন যাহার পায়্যাছ ভ্রাণ। কি আর কহিব যারে থাইতে চাঙ্গ মড়া নহে মোর প্রাণ ৷ কিবা কর আশি সকলি নিরাশ যতেক জম্বুকী শুন। (১) রূপায়।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৯২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।