মনসা-মঙ্গল—কেতকাদাস – ১৬৫০ খৃষ্টাব্দ। ২৭৩ মা বাপ পড়িল মনে ফুকরিয়া সেই খানে বিস্তর কান্দেন শোকাতুরে। বাড়ে বড় মনস্তাপ সায় সদাগর বাপ মাতা মোর আমলা বাণানী। বিভাৱ দিবস দিনে নাহি দেখি ইহা বিনে কি হইল বেহুলা অভাগিনী॥ তথা মোর ছয় ভাই চিরকাল দেখি নাই শোকে প্রাণ ধারণে না যায়। শুন হে প্রাণের পতি যদি কর অবগতি পিতৃগৃহে যাইবার আগে সে দেখিব বাপ মায়॥ ইচ্ছা। শুন হের প্রভু লক্ষ্মীন্ধর। অতি দেশ দেশান্তরে নিছনি করি নগরে (১) মোর প্রত্যাশায় সদাগর॥ প্রাণ পোড়ে রহি রহি তোমার সদনে কহি মা বাপ দেখিতে যাব তথা। না দেখিয়ে প্রাণ ফাটে বহিব্র (২) রাখিয়া ঘাটে আগে সে দেখিব মাতা পিতা ৷ তথা হৈতে আসি তবে নিজ পুত্র চল সভে পরিচয় চিন্তিব উপায়। বেহুলার কথা শুনি লক্ষ্মীন্ধর কহে বাণী কি রূপেতে যাইবে তথায়॥ হরি হরি বিধাতার মায়া। মরিয়া পাইলা প্রাণ পূর্ব্ব শাপ পৱিত্রাণ পুনরপি দেবী কৈল দয়া। লথাৰি ভাঙ্গিল ভ্রম পুনরপি পাইল জন্ম বেহুলাকে প্রবোধিয়া কয়। এরূপ যৌবন বেশে তোমার বাপের দেশে গেলে যদি পায় পরিচয়॥ তবে সে আসিতে আর নাহি দিব পুনর্ব্বার তবে হবে কেমন উপায়। পিত্রালয়-পথে। (১) “নিছনি” নামে নগর। (২) বহিব্র=নৌকা। එද
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৯৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।