ՀԳՆ পরিচয় ও মিলন। বঙ্গ-সাহিত্য-পরিচয়। নগরে মাগিএ খাই হাতে কর্য খালে। সন্ধ্যাকাল হৈলে মোরা যাই তরুতলে। ইহা বিনু আর মোরা কিছু নাঞি জানি। ইহাতে পুছহ কিবা অমল বাণানী। অমল বেহুলারূপ সঘনে নেহালে। দ্বিতীয় বেহুল তুমি বেহুলা বদলে। তোমারে দেখিয়ে মোর বিদরে হৃদয়। বেহুলা লখাই বট দেহ পরিচয়॥ বেহুলা বলেন মাতা নিবেদিব কি। যোগী তোমার জামাত যোগিনী তোমার বী। বেহুলা লখাই বটি না কান্দিহ আর। প্রাণপতি জীয়াইল পূর্ব্ব সমাচার॥ শুনিঞা অমলা কান্দে পাইঞা পূর্ব্বশোক। ক্রন্দন শুনিয়া আইল নগরের লোক। কেন কেন কেহ বলে কেহ পুছে বাণী। কেহ বলে হেদে আইল বেহুলা নাচনী॥ ধন্ত ধন্ত বলে যত নগরের লোক। এত দিনে নিভাইল মা বাপের শোক॥ অমলা বলেন বেহুলা আইস নিজ ঘরে। বেহুলা বলেন আমি যাব কোথাকারে॥ শুন শুন জন্মদাতা শুন গো জননী। মোর পতি থাইয়াছিল এ কাল নাগিনী॥ বিষহরী মোর তরে করিল কল্যাণ। ছয় মাস মর্যা পতি পাইল প্রাণ দান॥ আমার শ্বশুরা র্তার করে অপমান। এত দিনে পূজিবেন হয়্যা সাবধান। আর কিছু মোর তরে না কর জিজ্ঞাসা। পরিচয় শেষে আছে পূজিলে মনসা॥ বিদায় হইতে গড় করে বাপ মায়। রহ রহ বলি রামা ধরণী লোটায়॥ কাতর হৃদয়ে কান্দে নগরের লোক। কেন বা আইলে তবে জাগাইতে শোক ৷ আর বার বেহুলা লখাই দুই জনে। চাপাতলা আইল বহিন্ত্রে যেই খানে॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৯৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।