২৮০ বিয়নি বিক্রয়। বঙ্গ-সাহিত্য-পরিচয়। জিজ্ঞাসিব আগে দিদি ব্যেচে কি না বোচে। এত বলি ছয় জাএ গেল তার কাছে ৷ তারা ছয় জাএ বলে শুন লো ডোমনী। কত মূল্য হৈলে তুমি বেচিবে বিয়নি। ডোমনী বলেন যদি লক্ষ তঙ্ক পাই। লক্ষের বিয়নি আমি বেচি তার ঠাঞি। লক্ষে এক উন হৈলে না বেচি বিয়নি। ছয় জাএ এই কথা কহিল নাচনী॥ বেহুলা সভারে চিনে তারা নাহি জানে। তারা ছয় জাএ অনুমান করে মনে॥ রঙ্গিয়া (১) ডোমনী ভাল লক্ষ টাকা চায়। কত ধন উপার্জিবে বিয়নির বায়॥ বেহুলা বলেন তোরা সুখে সাধারণ। তে কারণে বিধবা হয়্যাছ ছয় জন॥ যে জন সুখদ হয় সুজন রসিক। বিয়নি কিনিবে দিয়ে লক্ষের অধিক॥ তারা ছয় জীএ বোলে চল মোর বাড়ী। লক্ষের বিয়নি নিবেন আমার শাশুড়ী ৷ বেহুল বলেন আমি তথা যাব চল। কারদিগের জল বহু (২) আগে মোরে বল। চাদ বাণ্যার ছয় বহু বলে হাসি হাসি। মর্যাছেন লক্ষ্মীন্ধর আজি তার ছয়মাসি ৷ চাদ বাণ্যার বহু মোরা সর্ব্বলোকে জানে। এত শুনি বেহুলা হাসেন মনে মনে॥ তারা ছয় জাএ চলে কাথে কুম্ভ লৈয়া। ডোমনী চলিল তার পশ্চাৎ গোড়াইয়া॥ কাখের কলসী তারা থুয়্যা ভূমিতলে। ডোমনীর কথা গিয়ে শাশুড়ীরে বলে॥ সোণক শাশুড়ী হেদে শুন প্রিয় বাণী। ডোমনী এন্তাছে ভাল বেচিতে বিয়নি ৷ বেহুলার আকৃতি দেখি চিনিতে না পারি। আমা সভায় কহে কথা কপট চাতুরী। (১) রসিকা। (২) কাহার বাড়ীর জন্য জল বহিয়া নিতেছ?
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪০২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।