মনসা-মঙ্গল—কেতকাদাস–১৬৫০ খৃষ্টাব্দ। ২৮১ বারি হয়্যা (১) ঠাকুরাণী দেখগে আপনি। দিবেগে উচিত মূল্য লবেগে বিয়নি। শুনিয়া সোণকা আইল বিয়নি কিনিতে। বেহুলা ডোমনী সেই না পারে চিনিতে॥ সোণকা কহেন কহ তোমার কি নাম। কোথাকার ডোমনী তুমি বাড়ী কোন গ্রাম॥ ডোমনী তাহাকে কহে প্রবঞ্চনা কথা। বেহুলা ডোমনী আমি সায় ডোম পিতা ৷ চাদ ডোম শ্বশুর লখাই ডোম পতি। অতি কুলে হীন মোরা বটি ডোম জাতি॥ ধুচনি চুপড়ি বুনি আর বুনি ডালা। সিয়নি (২) বিয়নি বুনি আর বুনি কুলা॥ নগরে বেচিয়ে মোরা জাতি অনুসারে। লখাই আমার ডোম আছে নিজ ঘরে। আমার বিয়নি খানি লক্ষ টাকা মূল। চাদ ঝলমল করে কনকের ফুল ৷ মদন বসন্ত আইসে বিয়নির বায়। নিরাগের (৩) কালে লাগে সুশীতল গায়॥ যে জন সুখদ হয় স্থজন রসিক। বিয়নি কিনিবে দিয়ে লক্ষের অধিক ৷ লক্ষের বিয়নি সেই কিনিবারে পারে। এত কথা কহে রাম শাশুড়ীর তরে॥ বেহুলা লখাইর নামে পূর্ব্ব শোক জাগে। সোণকা ক্রন্দন করে ডোমনীর আগে॥ সোণকা বলেন সতি সত্য কথা বল। বেহুলা লখাই মোর কেবা লয়্যা গেল। হেন বুঝি বেহুলা লখাই হৈল ডোম। বিষম দারুণ শোক দিল মোরে যম॥ সোণকা বলেন শুন হেদে লো ডোমনী। হের আন দেখি কেমন লক্ষের বিয়নি ৷ (১) বাহির হইয়া। (২) জল-সেচনি। (৩) নিদাঘের = গ্রীষ্মকালেৰ। లి'
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪০৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।