২৮২ পূর্ব্ব স্মৃতি। বঙ্গ-সাহিত্য-পরিচয়। এত শুনি ডোমনী রহয়ে এক ভিতে। লক্ষের বিয়নি দিল অলক্ষিতে হাতে॥ বিয়নির গাএ দেখে অষ্টাদিমঙ্গল। ক্ষেমানন্দ বিরচিল দেবীর মঙ্গল॥ বিয়নি পরীক্ষা ও সোণকা রাণীর শোক। সোণকা বাণানী লক্ষের বিয়নি যদি কৈল নিরীক্ষণ। তাহে শুন নীত অনেক বিহিত দেখে নিজ পুরীজন। বেহুলা লখাই লিখিল তথাই চিত্র বিয়নির পাতে। পুত্র ছয় জন মঙ্গল কথন চৌদ্দ ডিঙ্গ তার সাথে॥ দেখি এত সব বিয়নি কিনিব কে এত গঠন জানে। বিয়নি দেখিয়া স্থির নহে হিয়া শোক জাগে পোড়া প্রাণে॥ কান্দিয়া বাণ্যনীি বলিছে ডেমিনী মুখ তুলি কহ কথা। জাগে পূর্ব্ব শোক ব্যথা॥ চিনিতে না পারি না কর চাতুরী বেহুল বটগো তুমি। দেহ পরিচয় জুড়াকু হৃদয় তোমার শাশুড়ী আমি॥ বলেন ডোমনী তুমি ঠাকুরাণী মোরা ডোম জাতি হীন। আমি যে তোমার বহুর আকার কি পাইলে তার চিন॥ ধুচনি চুপড়ি বেচি বাড়ী বাড়ী জাতির বেভার হেন। আমারে দেখিয়ে তুমি কি লাগিএ ক্রনন করিছ কেন॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪০৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।