পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—কেতকাদাস—১৬৫০ খৃষ্টাব্দ। ミbr○ সোণকা বাণানী সঘনে আপনি নেহলে ডোমনী-মুখ। বেহুলার শোকে দেখিএ তোমাকে বিদরে আমার বুক। শুন শুন বলি পরাণ-পুতলী তোমারে দেখিএ কানো। আপন আপনি পরিতোষি ধনী তবু স্থির নাহি বন্ধে ৷ না দেখি না শুনি এ হেন বিয়নি কে দিল তোমার হাতে। পুত্র পরিজন ইথে কি কারণ চিত্র বিয়নির পাতে॥ বলিছে ডোমনী লক্ষের বিয়নি আমরা গড়িতে জানি। ক্ষেমানন্দ কয় পূর্ব্ব পরিচয় শুনহ মঙ্গল বাণী॥ সোণকা বিয়নি দেখি মাগে পরিচয়। পূর্ব্ব কথা বেহুলা তখন শাশুড়ীরে কয়শুনগো শাশুড়ী বলি তুয়া পদতলে। মুঞি যে ভাসিয়া গেলুমড়া লৈয়া কোলে। আমি যে বেহুল বটি না কান্দিহ আর। প্রাণপতি জীয়াইলু পূর্ব্ব সমাচার। সোণকা বলেন বেহুলা কোথা হৈতে আইলে। দুৰ্ল্লভ লখাই মোর না জানি কি কৈলে॥ বেহুল বলেন তুমি না হয় কাতর। কপাট ঘুচাইয়া দেখ লোহার বাসর। কড়ার তৈলেতে দীপ অদ্যাবধি জলে। মর পুত্র জীয়ন্ত পাইবে তুমি কোলে। এত শুনি সোণকা হরষিত হৈয়া। লোহার বাসর দেখে কপাট গুচাইয়া॥ সিজান ধান্তের গাছ লোহার বাসরে। কড়ার তৈলেতে দীপ ছয় মাস জলে ৷ পরিচয়।