পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৯০ বঙ্গ-সাহিত্য-পরিচয়। কেপ্তর কেতকী যুর্থী শেফালী পারুলী জাতি লবঙ্গ পদ্মিনী শতদল ৷ বকুল চম্পক মালী সবামালী করবী গণরিকা মল্লিকা উৎপল। কন্তরী কাঞ্চনদল কাজল দাড়িম্ব ফল কলিকা মান্দার যুথে যুথে। চম্পা বকুল মালী সাজাইয়া সারি সারি বিশলি বিষম গণু বাকে। পসার সাজাইয়া ফুলে পদ্মাবতী লৈয়া চলে সৌরভে ভ্রমরা পড়ে উড়ি। শ্রীরামবিনোদ ভণে মনসার চরণে যাএ দেবী শঙ্কুর নগরী। শঙ্কুর ওঝার শিষ্যগণ কর্তৃক বল-পূর্বক মালা গ্রহণ ও কালকূট-বিষে মূছ। পসার লইয়া দেবী চলিল কৌতুকে। কে লৈবা কে লৈবা পুষ্প এহি মাত্র ডাকে। কড়ি লৈয়া সর্ব্ব লোক পাছে পাছে ধাএ। কিনিয়া বিচিত্র মালা পরিল গলাএ॥ ফুল বেচি মালিনীএ যাএ ধীরে ধীরে। উপস্থিত হইল গিয়া শঙ্কুর বাজারে। নগরেত গিয়া তবে বসিল মালিনী। পসার লইয়া দেবী করে বিকিকিনী॥ শঙ্কুর শতেক শিষ্য আইল হেন কালে। শিষ্যগণ মালিনীরে দেখিল নগরে ৷ মালিনীর রূপ দেখি হইল আকুল। নিকটে চলিয়া গেল কিনিবারে ফুল॥ তোর সম রূপ আর না দেখেছি কথা। ত্রৈলোক্যমোহন বেশ ধর সুচরিতা॥ কহ কহ মালার মূল্য স্বরূপ বচন। কিনিব তোমার মালা হরষিত মন॥ হাতে করি মালা সবে লইল তখন। দেবী বোলে এহি মালা কিনে দেবগণ॥