পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪১৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৯৬
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

নেতার সহিত বেহুলার কথাবার্ত্তা।নেতা বলে শুন রামা পদ ছাড় মোর।
কহ দেখি মোরে যত পরিচয় তোর॥
রাক্ষসী মানুষী তুমি কিছুই না জানি।
শুনিঞা সুন্দরী রামা হয় অভিমানী॥
কার বধূ কোথা ধাম কার বট নারী।
কিবা নাম বটে কহ কাহার ঝিয়ারী।
জাতিহীন রজকিনী কিবা আমি জানি।
কার বোলে ভুল্যা ধর মোর পদখানি॥
সবিনয়ে বলে কিছু বেহুলা নাচনী।
অশেষ পাপের পাপী আমি অভাগিনী॥
শুন বলি সায় সদাগর জন্মদাতা।
বেহুলা অভাগিনী নাম অমলাবতী মাতা॥
চম্পক নগরে মোর আছএ শ্বশুর।
মনসা সহিত বাদ বড়ই প্রচুর॥
বাসর ঘরে শুয়্যা ছিলাম মঙ্গল-সূতা[] হাতে।
অকস্মাৎ স্বামী মোর মৈল সর্পাঘাতে॥
শ্বশুর নিষ্ঠুর গালি সহিতে নারিল।
মৃত পতি কোলে করি মান্দাসে ভাসিল॥
বেহুলা বলেন ওগো তুমি মোর মাসী।
তোমার উদ্দেশে ছয় মাস জলে ভাসি॥
পাইলাম তোমার স্থান কি বলিব আর।
বিষম সঙ্কটে তুমি করিবে উদ্ধার॥
বলিতে বলিতে রামা হইল মূর্চ্ছিত।
দু লোচনে বহে জল বড় বিপরীত॥
রচিল রসিক দ্বিজ বল শিব শিব।
দারা পুত্ত্র লক্ষ্মী বুদ্ধি হয় চিরঞ্জীব॥

বেহুলার লোচনে দেখিয়া শোক-জল।
নেতাই ধোবানী বলে হইয়া বিকল॥
পদ ছাড় শুন রামা বিলম্ব না সয়।
ত্বরায় যাইতে চাই দেবতা-আলয়॥
আজিকার দিন তুমি থাক এইখানে।
বঙ্গ দিতে যাব আমি দেবতার স্থানে॥

  1. বৈবাহিক মঙ্গলাচরণের সূতা।