এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
মনসা-মঙ্গল—দ্বিজ রসিক—১৮শ শতাব্দীর শেষ ভাগ।
২৯৭
বাসি বস্ত্র কাচিবারে আসিব প্রভাতে।
কালি তবে যাইবে আমার তবে সাথে॥
বেহুলা বলেন মাসি মোর প্রাণ ফাটে।
বাসি বস্ত্র আন মাসি কাচি লঞা পাটে॥
হাসিয়া বলেন তবে শুনলো সুন্দরি।
এই বস্ত্র কাচিবারে কার বাপে পারি॥
বেহুলা বলেন মাসি শুন মোর বাণী।
দেবতার বসন কাচিতে আমি জানি॥
নেতাই কাপড় কাচে সাবানের বোলে[১]।
বেহুলা কাপড় কাচে শুধু গঙ্গাজলে॥
সকল কাপড় তবে শুকায়্যা বান্ধয়।
কুঙ্কুম চন্দন গন্ধ কাপড়েতে কয়॥
রজকিনী বলে রামা কর অবগতি।
কোথা লঞা রাখিয়াছ নিজ প্রাণপতি॥
বেণ্যানী বিনয়ে বলে বিশেষ প্রকারে।
মান্দাস সহিত মড়া রাখিয়াছি ধারে॥
বহুত বিনতি করি ধোবানীর পায়।
মৃত পতি মান্দাসেতে আনিবারে যায়॥
মনসা-দেবীর সর্প-সজ্জা।[২]
৩৮