পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩০২
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

মুক্তরাম সেন।

মুক্তারাম সেন বৈদ্য, চট্টগ্রামের অন্তর্গত দেবগ্রামবাসী[]। ১৪৪৭ খৃষ্টাব্দে (১৩৬৯ শকে) এই চণ্ডী-কাব্য প্রণীত হয়।

কালিদহে।

কেলি কমলেগো ত্রিপুরসুন্দরী ছোহে[]
একি অঙ্গ-ছটা, কথ[] অরুণ ঘটা,
শিব যোগিয়া মন মোহে॥
কালিদহে সৃজে মাতা কমলের বন।
তছু[] পরি মাহেশ্বরী কুমারী বরণ॥
অবহেলে গজ গিলে হেরিয়া অবলা।
ক্ষেণে ক্ষেণে ক্ষেণে পেলে[] অতিশয় চপলা॥
কোন খানে ব্যাঘ্র সনে মেষে করে কেলি।
ফণী সঙ্গে ভেক রঙ্গে রহে একু মেলি॥
ব্যাঘ্র ঠাঞি মৃগে যাই পুছএ কুশল।
তথাপিয় কারে কেহ নাহি করে বল॥
গ্রহ ঋতু কাল শশী শক শুভ জানি।
মুক্তারাম সেনে ভণে ভাবিয়া ভবানী॥

ভবানীপ্রসাদ কর।

অন্ধকবি ভবানীপ্রসাদ কর—১৬৫০ খৃঃ চণ্ডীর অনুবাদ করেন।

বঙ্গভাষা ও সাহিত্যের ৫৪১-৫৪৩ পৃষ্ঠা দ্রষ্টব্য।

সুরথ রাজার বিপদ।

চণ্ডীর চরণে করি শত নমস্কার।
কহিছে মার্কণ্ড মুনি করিয়া বিস্তার॥
সাবর্ণিক নামে হৈল সূর্য্যের তনয়।
হইল অষ্টম মনু সেহি মহাশয়॥

  1. ‘দেবগ্রাম’ অপভ্রষ্ট হইরা ‘দেয়াঙ্গ’ নামে পরিচিত। কিছুকাল পূর্ব্বে কাগজ-পত্রে ‘দেবগ্রাম’ বলিয়া লিখিত হইত, এখন তৎস্থলে ‘আনোয়ারা’ হইয়াছে।
  2. ছোহে=শোহে=শোভে।
  3. কত।
  4. তাহার উপর।
  5. ফেলে=উদ্গীরণ করে।