পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডীকাব্য—দ্বিজ কমললোচন—১৬০৯-১৬৩০ খৃষ্টাব্দ।
৩০৯

তাতে লাগে বহুধন ঝলমল অনুক্ষণ
বহুবিধি সুসজ্জ করিল॥
অগ্নিকোণে বাদ্যবর দেখি অতি মনোহর
উচ্চ কৈল যোজন-প্রমাণ।
আর যত ভবন রহিতে অতিথিগণ
গড়ে বিশা করিয়া যতন॥
দেউলের উত্তর দ্বারে দিব্য ভোগশালা করে
নানা ধনে দেখিতে সুন্দর।
সেহিত ভবন মাঝে ফটিকের স্তম্ভ সাজে
দ্বারেত কপাট মনোহর॥
বিশ্বকর্ম্মা দিয়া মন সহস্রেক ভবন
যত্নে কৈল দুর্গার পুরীতে।
পাষাণে বেড়িল পুরী শত হাত উচ্চ করি
চারি দ্বারে কপাট শিলাতে॥
পুরী মধ্যে সরোবরে বিশাই নির্ম্মাণ করে
দীর্ঘ প্রস্থ প্রমাণ বিশাল।
পাথরে বান্ধিল ঘাট আর যত নাছবাট[]
তাতে তোয় ফটিক আকার॥
জলেত পঙ্কজ শোভে অলি ভ্রমে মধুলোভে
তীরে তরু দেখিতে সুন্দর।
পুষ্পের উদ্যান করে দেখি অতি মনোহরে
সৌরভ ধাইছে দিগন্তর॥
আনন্দিতে বিশ্বকর্ম্ম পুরে করে নানা কর্ম্ম
অভয়ার মনোরথ কাযে।
প্রতিমা আনিয়া যবে দেউল[] স্থাপিল তবে
কৈলাস-সমান পুরী সাজে॥
চড়খাবাড়ীতে ঘর যদুনাথ বংশধর
নাম দ্বিজ কমললোচন।
চণ্ডিকা-বিজয় গীত জগজন মনোহিত
শিরে ধরি শ্রীনাথ-চরণ॥

  1. নৃত্য-শালা।
  2. দেউলে = দেবালয়ে।