শীঘ্র নাথ চল ঘরে বিদায় করহ তারে
পাছে শুনে কলিঙ্গ-ভূপতি।
তোমারে করিবে নষ্ট আমারে দিবেক কষ্ট
মোর বাক্যে কর অবগতি॥
ফুল্লরা এতেক বলে মহাবীর কোপে জ্বলে
শুনলো অভাগী মোর কথা।
কালকেতুর উত্তর কুটীরে গমন।জন্ম মোর নীচ কুলে নাঞি জানি কুন[১] কালে
তোমা বিনে অন্য বনিতা॥
পসরা চুপড়ি মাথে ফুল্লরা চলিল সাথে
কুঁড়্যার দুয়ারে উপনীত।
পূর্ণিমাতে যেন শশী ধ্বংস করে তমোরাশি
ঘোর ঘনে যেমত তড়িত॥
দেবীকে দর্শন।বিরিঞ্চি নারদ অজে ধ্যান গম্যে যারে ভজে
হেন জন বীরের ভবনে।
গলে দিয়া জীর্ণ চীর[২] প্রণমিল মহাবীর
দ্বিজ হরিরাম ইহা ভণে॥
যোড়করে মহাবীর করে কাকুবাণী।
কোথা হৈতে আগমন কহ ঠাকুরাণী॥
কালকেতুর বিনয়।কাহার নন্দিনী তুমি কাহার বনিতা।
সত্য করি কহ মোরে পরিচয়-কথা॥
আমি ব্যাধ নীচ জাতি সদা ম্লেচ্ছ-কায।
আমার কুটীরে আল্যে কিবা অভিপ্রায়॥
উত্তম বংশেতে জন্ম হেন মনে লয়।
ব্যাধের ভবনে মাতা উচিত না হয়॥
নিজ পরিচয় বল কোথা তোমার ঘর।
তোমারে রাখিতে যাব লৈয়া ধনুঃশর॥
মহাবীর যত বলে চণ্ডী নাঞি শুনে।
মৌন হইয়া রহিলেন ব্যাধের সদনে॥
কালকেতু মনে ভাবে কি করি উপায়।
কেমন প্রকারে এই পালাইয়া যায়॥
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৩৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডীকাব্য—দ্বিজ হরিরাম—১৬শ শতাব্দী।
৩১১