*}X8 ঐশ্বর্য্য প্রদান। বঙ্গ-সাহিত্য-পরিচয়। উগ্রচণ্ড আদি যত বেষ্টিত চারি ভিত। দেখি কালকেতু পড়ে হইয়া মূৰ্ছিত॥ চিত্রের পুতলী সম ফুল্লর রহিল। দেখিয়া চণ্ডিক তবে হাসিতে লাগিল ৷ উঠ উঠ কালকেতু না করিহ ডর। তোর দুঃখ দূর করি ঝাট যাব ঘর। শুন গো ফুল্লর রামা তোরে করি দয়া। মাণিক অঙ্গুরী লেহ (১) হাত পাতিয়া। চেতনাবিহীন বীর দেখিয়া অভয়া। চেতন কর্যাল হার মুখে জল দিয়া॥ আমা প্রতি নিশ্চয় যদি তুমি কৃপা কর। কালকেতু বলে মাতা পূর্ব্বরূপ ধর। ভকতের কথা শুনি হাসিয়া অভয়া। হুইলা মনুজ-বেশ বীরে করি দয়া॥ সস্ত্রীক হইয়া বীর প্রদক্ষিণ হৈল। যোড় হাতে কালকেতু বলিতে গাগিল। নরাধমে কৃপা কৈলে নগেন্দ্রনন্দিনি। তব আগে আমি ব্যাধ কি বলিতে জানি॥ চণ্ডিক কহেন বাপু ব্যাধের নন্দন। মাণিক অঙ্গুরী লেহু শত রাজার ধন॥ কালকেতু হাত পাতে ফুল্লরা নিবারে। অঙ্গুরীর নাঞি কায টাকা দেহ মোরে। অঙ্গুরীতে কত ধন হব প্রাণনাথ। বংশে বংশে না ঘুচিব ধনের বিবাদ। ফুল্লরার অভিপ্রায় বুঝিয়া অম্বিকা। লেহু বীর অঙ্গুরী আর চল দিব টাকা। বীরে ধন দিতে চণ্ডী গমন করিলা। দাড়িম্ব তলাতে গিয়া উপনীত হৈলা॥ স্থান দেখাইয়া মাতা বস্তে তরুতলে। হরিরাম ভণে বীর চিয়াড়িতে খুলে (২)। (১) – গ্রহণ কর। (২) চিয়াড়ী = দী-বিশেষ। খুলে = মৃত্তিকা খনন করে।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৩৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।