○>や দৈবজ্ঞ। उप्रवठ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। কেহ কেহ ভিক্ষা করে কেহ বা বাণিজ্যে ফিরে নানারূপে প্রাণ করে রক্ষা। কান্ধে লৈয়া ব্যাঘ্র-ছড়া প্রবেশি ব্রাহ্মণ-পাড়া ব্রহ্মচারী দণ্ডী মাগে ভিক্ষা॥ ব্রাহ্মণ বসতি দেখি মহাবীর হৈয়া সুখী ব্রহ্মোত্তর দেই জনে জনে। সদা হয় বেদধ্বনি শুনি সুখী বীরমণি দ্বিজ হরিরাম রস ভণে॥ কলিঙ্গ নগর ছাড়ি আস্তে যত প্রজা। দেখি আনন্দিত হয় কালকেতু রাজা॥ ব্রাহ্মণ সমীপে বৈসে দৈবজ্ঞের পাড়া। প্রভাতে করিয়া স্নান ফেলি মৃগ-ছড়া॥ ভাস্বতী দীপিকা কেহ পড়ে রাশিচক্র। স্বর্য্য-সিদ্ধান্ত দেখি করে গ্রহচক্র ৷ নূতন পঞ্জিকা কেহ বিচারে বসিয়া। গ্রহ ফুট করে রাষ্ঠে সাবধান হয়্যা ৷ বালকের কোষ্ঠী কেহ লিখে দশাক্রম। গ্রহদৃষ্টি বলাবল কুন (১) গ্রহ সম॥ পঞ্জিকা পড়য়ে কেহ নগরে নগরে। গ্রহদোষ দিয়া কার চালু কড়ি হরে। (২) বন্ধ্যা মৃতবৎসা দেখায় আশী হাত। চালু কড়ি দান কর হব পুত্র সাত॥ তৃতীয় প্রহর বেলা গগনেতে হয়। চালু কড়ি ডালি বড়ী লয়্যা ঘরে যায়। আইল অম্বষ্ঠগণ সমাদর পায়্যা। বীরের আজ্ঞায় বস্তে ঘর বাড়ী লৈয়া ৷ ধন ধান্ত দিল রাজা বাহন ভূষণ। একান্ত হইয়া করে গ্রন্থ অধ্যয়ন॥ চিকিৎসাদপণ কেহ পড়য়ে নিদান। বিজয়রক্ষিতটীকা করে অনুমান॥ (১) কোন ৷ (২) গ্রহ খারাপ এই ভয় দেখাইলে লোকে চাউল কড়ি দিয়া গ্রহ-শাস্তির ব্যবস্থা চায়।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৪০
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।