চণ্ডীকাব্য—দ্বিজ হরিরাম—১৬শ শতাব্দী। రి:R) শ্বেত নেত্যা (১) খড়্য ধল্যা পাঙন্ত (২) পাখরা। ওড়িমাটা পাকশালিকা সাঙলা গোখুৱা ৷ লাটুয়া খাটুয়া ভাশা স্বজ গাটুয়া। পবদ্যা বাতাস্ত্যা কয়া আনে বেগজয়া॥ স্থবিলা পিঙ্গল কাল আনে যত্ন করি। দোশাল্যা সুবল্য গোলা পিঞ্জরেতে ভরি॥ সভার কিঙ্কর লয় পায়রা পিঞ্জর। ধনপতি সদাগর হরিষ অন্তর॥ নগর বাহির হৈয়া তেপান্তরে গিয়া। পায়রা উড়ায় সভে পায়রী রাখিয়া॥ শ্বেতারে উড়াইয়া দিল সাধু ধনপতি। গগনে উঠিল শ্বেতা অতিবেগ গতি॥ সভার উপর উড়ে সঞ্চাল দেখিয়া। ধরিবারে যায় শ্বেতা যায় পলাইয়া॥ শ্বেতা বলি ধনপতি ধায় উৰ্দ্ধমুখে। মারিল সঞ্চালে কিবা হাত মারে বুকে॥ খুল্লনা সুন্দরী খেলে সখীগণ সাথে। ত্রাস পাইয়া শ্বেতা গিয়া পড়ে তার হাতে॥ পায়রা দেখিয়া সখী আঁচলে ঢাকিল। খুল্লনার পায়রা হেন কালে ধনপতি তার কাছে গেল॥ সংগোপন। পায়রা লইয়া সখী যায় নিজ বাসে। আগুলিল পথ সাধু হরিরাম ভাসে। কাহার নন্দিনী আমি নাহি চিনি কথা কহ দাণ্ডাইয়া। আপন হরিষে যাহ নিজ বাসে আমার পায়রা লৈয়া॥ শুনহ বচন জানে জগজন অমূল্য পায়রা মোর। উড়িতে গগনে তাড়িল সঞ্চালে বসনে পড়িল তোর॥ নহিলে বিপাক হব। (১) শ্বেতা নেতা ইত্যাদি পায়রার নাম। (২) পাংশুবর্ণ পায়রা। 8?
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৪৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।