পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
চণ্ডীকাব্য—মাধবাচার্য্য—১৫৭৯ খৃষ্টাব্দ।
৩২৩

ভাদ্র মাসেতে কন্যা বিদ্যুৎ ঝঙ্কার।
হেন কালে যাই আমি মাথাতে পসার॥
নয়নেতে জল দিয়া নদী হই পার।
বিষাদ ভাবিয়া স্মরি অর্কের কুমার॥[১]
আশ্বিন মাসেতে কন্যা জগৎ সুখময়।
দুর্গার আনন্দ হেতু নাহি চিন্তা ভয়॥
বীণা বাঁশী বাজায় কেহ কেহ গায় গীত।
অন্নের কারণে প্রভু সদায় চিন্তিত॥
গিরিসুতা-সুত-মাসে[২] শুন মোর দুঃখ।
পাড়াতে পরশী নাহি কহিবারে দুঃখ॥
উঠিয়া দাণ্ডাইতে মোর গাএ নাহি বল।
ক্ষুধায় আকুল হয়্যা খাই বন-ফল॥
অগ্রহায়ণ মাসেতে শীত অতিশয়।
জীর্ণবস্ত্র শীর্ণতনু শরীরে না সয়॥
শয়ন মৃগের চর্ম্মে চর্ম্মের বসন।
শীতেতে কাঁপিয়া ঘরে বঞ্চি দুই জন॥
পৌষ মাসেতে কন্যা হেমন্ত দুস্তর।
শীতভয়ে প্রাণ কাঁপে নাহিক অম্বর॥
অধর সহিতে ওষ্ঠ কাঁপে ঘনে ঘন।
অরণ্যের কাষ্ঠ আনি পোহাই হুতাশন॥
মাঘ মাসেতে কন্যা গরুয়া[৩] লাগে শীত।
লোমে লোমে বিন্ধে শীত শোষয়ে শোণিত॥
খৈয়া[৪] বাস পরিধানে থাকি নিশাকালে।
রজনীর শীত মোর খণ্ডে রবিজালে॥
ফাল্গুন মাসেতে সাজি আইল রতিপতি।
নিজ পরিবার লয়্যা সখীর সঙ্গতি॥
কামিনী করয়ে কেলি প্রভূ লয়্যা পাশে।
হেন সমে[৫] যায় বীর অরণ্য প্রবাসে॥
মধু মাসেতে কন্যা শুন মোর কথা।
রবির উত্তাপে মোর দগধয়ে মাথা॥

  1. অর্কের কুমার = রবির পুত্ত্র = যম। অত্যধিক কষ্ট মৃত্যু-কামনা করি।
  2. কার্ত্তিক মাসে।
  3. গুরুতর।
  4. খুঞা (ক্ষৌম শব্দের অপভ্রংশ)।
  5. সময়ে।