পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లీ:8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। দুঃখিত যে বীরমণি অন্তরে কি সুখ। ভিন্ন রমণীর বীর নাহি চাহে মুখ॥ দ্বিজ মাধবানন্দে এই রস ভণে। উত্তর না দিলা দুর্গ ফুল্লরী-বচনে। রাজ্য-বর্ণন। রাজারে নোঞাইয়া মাথ দুই চরে কহে কথা শুন রাজা কর অবধান। নাহি লোকে রোগ শোক করে কত উপভোগ গুজরাট অযোধ্যা-সমান॥ চণ্ডীপুর গ্রামে যাইতে পাইকেরা দুই ভিতে চিনিয়া ধরিল নিশীশ্বর (১)। স্তুতি করি তার ঠাই এড়াইনু দুই ভাই প্রবেশিল্প নগর ভিতর॥ প্রবেশিয়া সে নগরে প্রজা দেখি ঘরে ঘরে বীরেরে প্রশংসে সর্ব্বজন। পুত্রসম পালে জন হইয়া হরিষ মন রাজ-কর লইবারে মান॥ দেখিলাম সেনাগণ মেলা করে জনে জন কেহ কারে বলে নাহি আটে। মত্ত কুঞ্জরচয় দেখিতে লাগয়ে ভয় বীরের প্রতাপে শিলা ফাটে॥ কাটিয়া যে গড়খাই না জানি কথেক ঠাই নাওরা (২) বাহিতে পারে জোরে। হাঙ্গর কুম্ভীর তীয় মৎস্ত ধরিয়া খায় তীরে দাণ্ডাইতে নাহি পারে। চৌদিকে নাটুয়া (৩) নাচে নানা যন্ত্র ধ্বনি বাজে প্রতি ঘরে ঘরে বাজে খোল। ঢ়েমসা দগড় কাড়া ঘন ঘন পড়ে সাড়া প্রতি ঘরে বাজে জয়ঢোল॥ কলিঙ্গাধিপতির চরগণ কর্তৃক গুজরাটে কালকেতুর (১) কোটাল। (২) নৌকা সমুদয়। (৩) নর্ত্তক।