(১) গাণ্ডাব = ধনুঃ। চণ্ডীকাব্য—মাধবাচার্য্য—১৫৭৯ খৃষ্টাব্দ। ভূপতিরে কর দিয়া অন্তরে হরিষ হৈয়া নিজ পুরে করহ বসতি॥ ভাবিয়া সারদা মায় দ্বিজ মাধবে গায় করষোড়ে মাগি পরিহার। জনমে জনমে যেন শ্রীদুৰ্গার চরণ-ধন বিস্মরণ না হৌক আমার। শুনিয়া ত বীরবর ক্রোধে কাপে থর থর শুন রামা আমার উত্তর। করে লৈয়া শ্বর গাওঁী (১) পূজিব মঙ্গল-চণ্ডী বলি দিব কলিঙ্গ-ঈশ্বর॥ অবোধিয়া দণ্ডধরে এত দণ্ড মোরে করে দেবাই পঠাইয়্যা দিছে ঠাটে। আজ রণে হানা দিব ভুবনে ঘোষিতে খুব মুণ্ডমালা দিব গুজরাটে। যতেক দেখহ অশ্ব সকলি করিব ভস্ম কুঞ্জর করিব লণ্ডভণ্ড। বলি দিব কলিঙ্গ রায় তুষিব চণ্ডিকা মায় আপনে ধরিব ছত্র দণ্ড॥ তম-অরি-সুত গন্ধবহ সখী-যুত (২) আপনি আসিলে দেব-রায়। মনে ভাবি মহেশ্বরী মরিব আপনা বৈরী পরাভব করাইব তায়॥ অনঙ্গারি (৩) আইসে যবে তারে ভয় নাহি তবে শুন রামা কহি সারোদ্ধার। চক্রপাণি ষড়ানন সম্মুখে হইবে কোন বীর যুদ্ধে হলে অবতার॥ খুল্লনার ছাগ-রক্ষণ। ছেলীরে (৪) নিয়া খুলনী (৫) যায় সাধুর রমণী ছাগল রাখিতে ঋজুবনে। 83 (২) যম, পবন ও অগ্নি। (৩) শিব। (৪) ছাগলীরে। (৫) খুলনা। ৩২৯ কালকেতুর উত্তর।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৫৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।