වේළු8 বঙ্গ-সাহিত্য-পরিচয়। ঠেলাঠেলি ফেলাফেলি কেহ নাহি খায়। মাচার তলে থাকি বিড়াল আড় চক্ষে চায়॥ ধীরে ধীরে জাড়ে আড়ে গেল পাতের কাছে। মুড়া লইয়া বিড়াল গেল বাড়ী পিছে ৷ অনেক যতন করি পুষিমু বিড়াল। হেন বিড়াল কণর বাড়ী এবে গেল॥ হাউ হাউ চিউ চিউ করিতে করিতে। এ বাড়ী হইতে বিড়াল ও বাড়ী যাইতে॥ মুড়া পড়ি গেল কোথাকার পথেতে। খুল্লনার সাজ-সজ্জা। বিনোদিনী বিলম্ব করিতে না জুয়ায়। ধুয়া। তুয়া পন্থ নিরখিতে রহিয়াছে প্রাণনাথে রাধা বলি মুরলী বাজয়॥ নুপূৱ কিঙ্কিণী কেয়ূর-কুণ্ডল মণি পরি ধনী করিল গমন। প্রিয়সর্থী-করে ধরি নীল নিচোল পরি দেখে গিয়া ঐ চাদ-বদন॥ চিরুণীতে রচি কেশ করিল মুসার। কবরী বান্ধিল রামা দিয়া পুষ্পহার॥ সীমস্ত কপালে শোভে সুরঙ্গ সিন্দুর। অলকা তিলক ভালে শোভিছে প্রচুর॥ কুরঙ্গ চঞ্চল আখি রঞ্জিত কজ্জলে। খঞ্জন বসিছে যেন পঙ্কজের দলে॥ কণ্ঠে কণ্ঠাভরণ শোভে দেখিতে মনোহর। নাসার উপরে শোভে সুবর্ণ বেসর। হীরা মণি মাণিক্য যে খচিত কাঞ্চন। কর্ণে ঝলমল করে কর্ণের ভূষণ॥ গ্রীবায় সোণার কাটা করে ঝলমল। শ্রুতিমূলে শোভা করে রতন কুণ্ডল॥ ভুজযুগে তাড় শোভে বিচিত্র নির্ম্মাণ। সরস-লাবণ্য-শঙ্খ হাতে পরিধান ৷ করপল্লবেতে শোভে রক্তন অঙ্গুরী। তাহাতেই পুপ যেন ফুটে সারি সারি॥।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।