পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বঙ্গ-সাহিত্য-পরিচয়। سS)SOb কবিকঙ্কণ-চণ্ডী। বাঙ্গালা দেশের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী কবিকঙ্কণ খৃষ্টীয় ষোড়শ শতাব্দীর প্রথম ভাগে বৰ্দ্ধমান জেলার দামুন্তা গ্রামে জন্মগ্রহণ করেন। অনুমান ১৫৮৯ খৃষ্টাব্দে ইহার প্রসিদ্ধ গ্রন্থ চণ্ডী-কাব্য শেষ হয়। বিশেষ বিবরণ বঙ্গভাষা ও সাহিত্য পুস্তকের ৪২২–৪৬২ পৃষ্ঠায় দ্রষ্টব্য। চণ্ডী, ফুল্লর ও কালকেতু। ফুল্লরার বারমাসী। বসিয়া চণ্ডীর পাশে কহে দুঃখ বাণী। ভাঙ্গ কুড়ে ঘর তালপাতের ছাউনি॥ ভেরেণ্ডার খুটী তার আছে মধ্য ঘরে। প্রথম বৈশাখমাসে নিত্য ভাঙ্গে ঝড়ে॥ বৈশাখে বসন্ত ঋতু খরতর খরা। তরুতল নাহি মোর করিতে পসরা॥ পাও পোড়ে খরতর রবির কিরণ। শিরে দিতে নাহি আটে খুয়ার বসন॥ বৈশাখ হইল বিষ বৈশাখ হইল বিষ। মাংস নাহি খায় লোকে করে নিরামিষ ৷ সুপাপিষ্ঠ জ্যৈষ্ঠমাস প্রচণ্ড তাপন। রবিকরে করে সর্ব শরীর দাহন॥ পসরা এড়িয়া জল খাইতে নাহি পারি। দেখিতে দেখিতে চিলে করে আধাসারি (১)॥ পাপিষ্ঠ জ্যৈষ্ঠমাস পাপিষ্ঠ জৈষ্ঠমাস। বঁইচির ফল খায় করি উপবাস॥ আষাঢ়ে পূরিল মহী নব মেঘ জল। বড় বড় গৃহস্থের টুটিল সম্বল॥ মাংসের পসরা লয়ে ভ্রমি ঘরে ঘরে। কিছু ক্ষুদ কুড়া মিলে উদর না পূরে॥ বড় অভাগ্য মনে গণি বড় অভাগ্য মনে গণি। কত শত খায় জোক নাহি খায় ফণী॥ শ্রাবণে বরিষে মেঘ দিবস রজনী। সিতাসিত দুই পক্ষ একই না জানি॥ (১) আধাআধি পাইয় ফেলে। -