চণ্ডীকাব্য—কবিকঙ্কণ—১৫৭৭–১৫৮৯ খৃষ্টাব্দ। SNలసి মাংসের পসরা লয়ে ফিরি ঘরে ঘরে। আচ্ছাদন নাহি গায়ে স্নান বৃষ্টি নীরে॥ ছঃখে কর অবধান দুঃখে কর অবধান। লঘু বৃষ্টি হইলে কুড়ায় (১) আইসে বান। ভাদ্রপদ মাসে ঝড় দুরন্ত বাদল। নদ নদী একাকার আটদিকে জল॥ কত নিবেদিব দুঃখ কত নিবেদিব দুঃখ। দরিদ্র হইল স্বামী বিধাতা বিমুখ॥ আশ্বিলে অম্বিক পূজা করে জগজনে। ছাগল মহিষ মেষ দিয়া বলি দানে॥ উত্তমবসনে বেশ করিয়া বনিতা। অভাগী ফুল্লরা করে উদরের চিন্তা॥ কেহ না আদরে মাংস কেহ না আদরে। দেবীর প্রসাদ-মাংস সবাকার ঘরে। (২) কার্ত্তিকমাসেতে হৈল হিমের জনম। করয়ে সকল লোক শীত নিবারণ॥ নিযুক্ত করিল বিধি সবার কাপড়। অভাগী ফুল্লরা পরে হরিণের ছড় ৷ দুঃখে কর অবধান দুঃখে কর অবধান। জানু ভানু কৃষাণু (৩) শীতের পরিত্রাণ ৷ মাস মধ্যে মার্গশীর্ষ নিজে ভগবান। - হাটে মাঠে গৃহে গোঠে সবাকার ধান॥ উদর পুরিয়া অন্ন দৈবে দিল যদি। যম সম শীত তাহে নিরমিল বিধি॥ অভাগ্য মনে গণি অভাগ্য মনে গণি। পুরাণ দোপাট গায় দিতে টামাটানি॥ পৌযেতে প্রবল শীত মুখী সর্ব্বজন। তুলা তনুপাত (৪) তৈল তাম্বল তপন॥ (১) কুটীরে, আমাদের বাসগৃহে। (২) দেবীর প্রসাদ-মাংস সকলেই পাইয়া থাকে সুতরাং বাজারে আমাদের মাংস ৰিক্রয় হয় না। (৩) জামু কুঞ্চন দ্বারা, স্থর্য্যের কিরণে ও অগ্নির তাপে আমরা শত নিবারণ করিয়া থাকি। (৪) তলনুপাত = অগ্নি।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৬৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।