পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য—কবিকঙ্কণ—১৫৭৭–১৫৮৯ খৃষ্টাব্দ। ව8 S দেবীর দয়া। ফুল্লরার কথা শুনি কহেন পার্ব্বতী। আজি হৈতে দুৱ হৈল সকল দুৰ্গতি॥ আজ হৈতে মোর ধনে আছে তোর অংশ। শ্রীকৰিকঙ্কণ গীত গান ভৃগুবংশ॥ ছদ্য-বেশিনী চণ্ডীর সেই গৃহে থাকিয়া তাহাদিগকে অর্থদান করিবার অভিপ্রায় জানিয়া ফুল্লরা স্বামীপ্রেমে বঞ্চিত হইবার আশঙ্কাকরিতেছে। ফুল্লরা দেবীকে চিনিতে না পারিয়া তাহার স্বামীর প্রণয়প্রাথিনী পরনারী মনে করিতেছে। বিষাদ ভাবিয়া কাদে ফুল্লরা রূপসী। নয়নের জলেতে মলিন মুখশশী॥ কাদিতে কাদিতে রামা করিল গমন। শীঘ্রগতি গোলাহাটে দিল দরশন॥ স্বামীর সঙ্গে উত্তর গদ গদ বচনে চক্ষুতে বহে নীর। প্রত্যুত্তর। সবিস্ময় হইয়া জিজ্ঞাসে মহাবীর॥ শাশুড়ী ননদী নাহি নাহি তোর সতী। কার সনে দ্বন্দ্ব করি চক্ষু কৈলে রাত॥ (১) সতী সতিন নাহি প্রভু তুমি মোর সতী। ফুল্লরারে এবে হৈল বিমুখ বিধাতা ৷ কি দোষ দেখিলা মোর জাগ্রত স্বপনে। দোষ না দেখিয়া কর অভিমান কেনে॥ কি লাগিয়া প্রভু তুমি পাপে দিলা মন। আজি হৈতে হৈলা তুমি লঙ্কার রাবণ॥ আজি হৈতে বিধাতা হৈল মোর বাম। তুমি হৈল রাবণ বিপক্ষ হৈল রাম॥ পিপীলিকার পাখা উঠে মরিবার তরে। কাহার ষোড়শী কন্ত আনিয়াছ ঘরে॥ শিয়রে কলিঙ্গ রাজা বড়ই দুর্ব্বার। তোমারে বধিয়া জাতি লইবে আমার॥ (১) রক্তবর্ণ।