වේ88 শরনিক্ষেপের চেষ্টা। চণ্ডীর কৃপা। বঙ্গ-সাহিত্য-পরিচয়। শতেক রাজার ধন অভরণ অঙ্গে। মোহিনী হইয়া ভ্রম কেহ নাহি সঙ্গে॥ চোর খণ্ড (১) হৈতে তুমি নাহি কর ভয়। চরণে ধরিয়া মাগি ছাড়গো নিলয়॥ হিত উপদেশ বলি শুন ব্যবহার। শিয়রে কলিঙ্গ রাজ বড় দ্বরাচার। মোর বোলে চল ঘর পাবে বড় মুখ। রাজার গোচর হৈলে পাবে বড় দুঃখ ৷ এত বাক্যে যদি চণ্ডী না দিলা উত্তর। ভানু সাক্ষী করি বীর যুড়িলেক শর। শরাসনে আকর্ণ-পূর্ণিত কৈল বাণ। হাতে শর রহে বীর চিত্রের নির্ম্মাণ॥ ছাড়িতে চাহয়ে শর নাহি পারে বীর। পুলকে পূর্ণিত তনু চক্ষে বহে নীর। নিবেদিতে মুখে নাহি নিঃসরে বচন। হত বল বুদ্ধি হৈল আখেটী নন্দন॥ নিতে চাহে ফুল্লরা হাতের ধনুঃশর। ছাড়াইতে নারে রাম হইল ফণফর॥ শর ধনু স্তম্ভিত দেখিয়া মহাবীরে। বলেন করুণাময়ী মৃদু মন্দ স্বরে॥ আমি চণ্ডী আইলাম তোরে দিতে বর। লহ বর কালকেতু ত্যজ ধনুঃ শর। মাণিক্য অঙ্গুরী সপ্ত নৃপতির ধন। ভাঙ্গাইয়া কাট গিয়া গুজরাট বন॥ প্রজাগণে বসাইবা দিয়া গরু ধান। পালিবা সকল প্রজা পুত্রের সমান॥ শনি কুজ বারেতে করিহ মোর পূজা। গুজরাট নগরেতে হইবে তুমি রাজা॥ এতেক শুনিয়া বীর চণ্ডীর বচন। কৃতাঞ্জলি হয়ে কিছু করে নিবেদন॥ হিংসামতি ব্যাধ আমি অতি নীচ জাতি। কি কারণে মোর ঘরে আসিবে পার্ব্বতী॥ (১) তস্কর সমাজ।
পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৬৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।